শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

স্যাবাল সেরুলেটা (Sabal Serrulara)

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
লোবেলিয়া ইনফ্লেটা-Lobelia Infiata
হোমিও বই

স্যাবাল সেরুলেটা (Sabal Serrulara)

চলতি নাম  – স পালমিট্রো (Saw Palmitto)

ডা: ইউলিয়াম বরিক।

জননেন্দ্রিয় ও মুত্রযন্ত্রের উত্তেজনায় স্যাবল উপযোগী। সর্বাঙ্গীণ ও রতিজ দুর্বলতা। পরিপোষণ ক্রিয়া ও তন্ত্র গঠনে সাহায্য করে। মস্কক, পাকস্থলী ও ডিম্বাশয় লক্ষণগুলি পরিস্ফুট। প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধি, উপকোষ প্রদহ এবং মুত্রশয় পীড়ায় বিশেষ ভাবে উপকারী। মুত্রনলীর মুখশায়ী ঝিল্লীর উপর ক্রিয়া করে। চক্ষর উপতারার প্রদাহ। জনগ্রন্থিসমুহের অর্ণুতায় অত্যান্ত ফলপ্রদ নিদ্রা যাইতে ভয় করে। অবসন্নতা, আলস্য ও উদসীনতা।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : বিশৃঙ্খল ও ভারি, সহানুভুতি চায় না, তাহাতে ক্রুদ্ধ হয়। শিরঘুর্ণন, তৎসহ শিরঃপীড়া। দুর্বল রোগীর স্নায়ুবেদানা। বেদনা সাসিকা হতে উঠিয়া কপালে আসিয়া স্থির হয়।

পাকস্থলী : উদ্গার এবং লম্ল-লক্ষণ। দুগ্ধ পানের ইচ্চা (রাস, এপিস)।

মুত্রযন্ত্র : রাত্রে পুনঃপুন মুত্রত্যাগের ইচ্ছা। অসাড়ে মুত্রপাত। মুত্রাধার মুখের সঙ্কোচক পেশীর পক্ষঘাত। পুরাতন প্রমেহ রোগ। মুত্রত্যাগে কষ্ট। মুত্রাশয়-প্রদাহ, তৎসহ প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধি।

আরও পড়ুন – মানসিক রোগ ও যৌন চিকিৎসার বইয়ের সূচীপত্র

পুং-জননেন্দ্রিয় : প্রষ্টেট গ্রন্থির পীড়া, উহার বিবৃদ্ধি। প্রষ্টেট গ্রন্থি হইতে রস নিঃসরণ। অণ্ডোকোষের শুস্কতা এবং তজ্জন্য সঙ্গম শক্তির হ্রাস রেতঃস্খলনকালে সঙ্গমকার্য কষ্টকর বোধ হয়। জননেন্দ্রিয় স্নায়ুর পীড়া। পুরুষাঙ্গ শীতল বোধ হয়।

স্ত্রী-জননেন্দ্রিয় : ডিম্বকোষদ্বয় কোমল এবং বদ্ধিত। স্তনদ্বয় কৃঞ্চিত (আয়োড, ক্যালি আয়োড)। যুবতীগণের স্নায়ুবিক রোগ, কামেচ্ছা বিকৃত অথবা কামেচ্ছা লোপ।

শ্বাসযন্ত্র : নাসিকার সর্দিসহ প্রচুর শ্লেম্মাস্রাব। পুরতান ব্রঙ্কাইটিস (ষ্ট্যানাম হিপার)।

আরও পড়ুন – আর ৩৯ (পেটের বাম দিকে, ডিম্বাশয়ের স্নেহ, সিস্ট, টিউমার)

সম্বন্ধ : তুলনীয় – ফস এসিড, ষ্টিগ্মেটা মেডিস, স্যান্টাল, এপিস। প্রষ্টেট গ্রন্থির পীড়ায় –  ফেরাম পিক্রিক, থুজা, পিক্রিক এডিস (থাতুদোষ হইতে জননেন্দ্রিয়ের উত্তেজনা)। পপুলাস ট্রিমুল  (প্রষ্টেট গ্রন্থির বৃদ্ধিসহ মুত্রাময়-প্রদাহ)।

মাত্রা : মুল অরিষ্ট ১০ হইতে ৩০ বিন্দু। ৩য় শক্তি মাঝে মাঝে ভাল কাজ করে। টাটকা ফল হইতে টিংচার প্রস্তুত হওয়া প্রয়োজন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev