বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

স্মায়ুঘটিত টিউমার

আরোগ্য হোমিও হল / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন

স্মায়ুঘটিত টিউমার
আরোগ্য হোমিও হল এ আপনাকে স্বাগতম, এখানে আজ নিউরোফাইব্রোমেটোসিস বা স্মায়ুঘটিত টিউমার নিয়ে আলোচনা কররো। চলেন কথা না বাড়িয়ে মুল আলোচনায় যায়।

মানব শরীরে শত শত টিউমার, গুনা গেলে হাজারের উপরে হতে পারে। দেখতে অনেকটা বড় বড় আঁচিলের মতো মনে হয় । এটা কি রোগ?

উত্তর : এলোপ্যাথিক এই রোগের নাম দেওয়া আছে নিউরোফাইব্রোমেটোসিস বা স্মায়ুঘটিত টিউমার (neurofibromatosis) । এসব টিউমারকে বলা হয় নিরীহ (benign) অর্থাৎ এই টিউমার কখনও রোগীর ক্ষতি করে না, ক্যান্সারে ঝুকি নেই। তবে রোগীর বয়স বাড়ার সাথে সাথে এদের আকার বৃদ্ধি পেয়ে থাকে । যদিও এলোপ্যাথিতে ইহার কোন চিকিৎসা নাই অর্থাৎ অপারেশান ছাড়া।

কিন্তু হোমিওপ্যাথিতে সঠিক চিকিৎসা রয়েয়ে। যদি সঠিক ঔষধ নির্বাচন করা হলে এটি নিরাময় করা সম্ভব । যদিও পুরোপুরি নিরাময় করা সম্ভব না হলেও ইহাদের আকৃতি ছোট করে রাখা যায় খুব সহজেই । রোগীর শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং মায়াজমের উপর ভিত্তি করিয়া সুনির্বাচিত ঔষধ প্রয়োগে এই রোগ নিরাময় করা সম্ভব।

হোমিওপ্যথিক ঔষধ – আর্টিকা ইউরেন্স, আয়োডিয়াম, ক্যানাডেনসিস, ক্যালকেরিয়া ফ্লোরিকাম, ফাইটোল্যাক্কা, স্যাংগুইনেরিয়া, সাইলিশিয়া ইত্যাদি ঔষধগুলি সেবন করলে নিরাময় করা সম্ভব অথবা নিয়ন্ত্রণে রাখা যায়।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যতœবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন : : এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev