বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

স্পাইরেস্থিস (Spiranthes)

আরোগ্য হোমিও হল / ০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন
স্পইজিলিয়া (Spigelia)
স্পইজিলিয়া (Spigelia)

স্পাইরেস্থিস (Spiranthes)

চলতি নাম – লেডিস ট্রেসেস (Lady’s Tresses)

ডা: ইউলিয়াম বরিক।

স্তনদাত্রীর দুগ্ধস্রোত, আনয়ন, কটিবাত ও বাতরেগ, শূলবেদনা, তৎসহ তন্দ্রালুতা এবং আক্ষেপজনক হাই তোলা উপসর্গে ব্যবহারিত হয়। ইহা একোনাইট সদৃশ- প্রদাহনাশক ঔষধ। ইহার লক্ষণাবলীতে রক্তসঞ্চয় ও প্রদাহ আছে। অম্লনীতে অম্ল ও তৎসহ উদ্গার।

আরও পড়ুন –  কেন্ট (Kent) কম্বিনেশন ঔষধের নির্দেশিকা

স্ত্রী-জননেন্দ্রিয় : চুলকানি,  ভগদেশ লালবর্ণ, শুস্ক এবং জ্বলাকর। সঙ্গমকালে শিরাগুলি স্ফীতি। হস্তের সন্ধিগুলিতে বেদনা। পা ও পদাঙ্গুলিতে শীতলতা।

জ্বর : উত্তাপের আবেশ। হস্ত-তালুতে ঘর্ম। হস্তদ্বয় একবার উষ্ণ, একবার শীতল।

মাত্রা : ৩য় শক্তি।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev