বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন

স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু

আরোগ্য হোমিও হল / ৩৪৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৩৫ অপরাহ্ন
স্তন বা ব্রেস্ট ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা

স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু

আরোগ্য হোমিও হল এ আপনাকে এ আপনাকে স্বাগতম, এখানে আজ স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু নিয়ে আলোচনা কররো। চলেন কথা না বাড়িয়ে মুল আলোচনায় যায়।

স্তনে টিউমার, ব্যথা হলে ক্যানসার নয়, হতে পারে আরও মারাত্মক কিছু স্তনে টিউমারের মতো শক্ত কিছু অনুভব করা। অল্প অল্প ব্যাথা। কখনও স্তন থেকে পূঁজের মতো জিনিস বার হতে থাকা। এগুলো স্তন ক্যানসারের লক্ষণ। যা এখন মহিলাদের মধ্যে ছোঁয়াছে রোগের মতো ছেয়ে গেছে। কিন্তু এই সব লক্ষণ মানেই আর ক্যানসার নয়। হয়ত তার থেকেও ভয়ঙ্কর কোনও সংক্রমণ।

বেশ কিছুদিন ধরে পুণেতে কিছু মহিলা স্তনে ক্যানসারের মতো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছেন। স্তনে টিউমার, ব্যাথা, তার থেকে পুঁজ নির্গত হওয়া এই সব ক্যানসারের মতো লক্ষণ থাকলেও পরীক্ষা করে দেখা যায় এই সংক্রমণ ক্যানসারের নয়। কিন্তু তা ক্যানসারের মতোই মারাত্মক। অনেকের ক্ষেত্রেই অস্ত্রোপচার করে স্তন বাদ দিতে হচ্ছে। আগেও এই ধরণের সংক্রমণ দেখা গেছে, তবে খুবই কম। এবং মূলত ৪০ বছরের বেশি মহিলাদের বা যারা শিশুদের স্তন পান করান তাদেরই দেখা গেছে। কিন্তু এখন এই সমস্যা বাড়ছে।

২০-২১ বছরের মেয়েদেরও দেখা যাচ্ছে। এমনকি স্তন পান করান না এমন মহিলারাও এই সংক্রমণে আক্রান্ত। এসবের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল ডাক্তাররা বুঝে উঠতে পারছেন না ক্যানসার ছাড়া এই সংক্রমণ কিভাবে হচ্ছে। আক্রান্তের সংখ্যাটা বাড়তে থাকায় চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা। দেশের বড় বড় চিকিৎসকেরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে অনুগ্রহ করে আপনার বন্ধুদের সাথে  করতে ভুলবেন না যেন।

আরোগ্য হোমিও হল এডমিন :  এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করতে ভুলবে না।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev