স্ক্রোফুলেরিয়া নোডাসা (Scrophularia Nodosa)
চলিত নাম – নটেড ফিগওয়ার্ট (Knotted Fig-wort)
ডা: ইউলিয়াম বরিক।
যে কোন রোগে দেহের গ্রন্থিসমুহের বিবর্ধন লেখা উপযোগী। যুবকগণের গ্রন্থিবৃদ্ধি রোগ (Hodgkins) চর্মপীড়ার উৎকৃষ্ট ঔষধ। স্তনের উপর বিশেষ ক্রিয়া আছে স্তনের অর্বুদ রেগে বিশেষ উপযোগী। কর্ণের একজিমা। যোনিদেশে চুলকানি। বৃক রোগক ক্ষত। গণ্ডমালাজ স্ফীতি (সিষ্টাস)। বেদনাযুক্ত অর্শ রোগ। অণ্ডকোষের টিউবারকুলার আক্রান্তি উপত্বকের অর্বুদ। স্তনে গুটিকা রোগ। (সিরিনাম)। যাবতীয় প্রসারক পেশীতে বেদনা।
মস্তক : মস্কক-শীর্ষে ঘুর্ণন, দাঁড়াইলে অধিখ। তন্দ্রালুতা। কপালে হইতে মস্তকের পশ্চাৎ পর্যন্ত বেদনা। কানের পশ্চাতে একজিমা। মামড়ি।
চক্ষু : কষ্টকার আলোকাতঙ্ক (কোনিয়াম)। চক্ষুর সম্মুখে দাগ দেখে। ভ্রুতে খোঁচামারা বেদনা। চক্ষুগোলকে টাটানি।
কর্ণ : বাহ্যকর্ণে প্রদাহ। ব্যহ্যকর্ণে গভীর ক্ষত। কানের চারিপাশে একজিমা।
উদরগহ্বর : চাপ দিলে যকৃতে বেদনা। ভাভির নীচে শূলবেদনা। স্থলাত্তের বক্র ভাঁজে ও সরালান্ত্রে বেদনা। বেদনাকর রক্তস্রাবী বহিবলিযুক্ত অর্শ।
শ্বাসযন্ত্র : অত্যান্ত শ্বাসকষ্ট, কম্পনসহ বক্ষে চাপ বোধ। কন্ঠনালীর দ্বিাশাখাস্থানে বেদনা। গণ্ডমালা ধুতু দৃষ্ট ব্যাক্তির হাঁপানি।
চর্ম : খোঁচামারা চুলকানি, হাতের পশ্চাতে অধিক।
নিদ্রা : অত্যান্ত নিদ্রালুলতা। প্রাতে আহারের পূর্বে ও পরে ক্লান্ত ভাবসহ নিদ্রালুতা।
উপচায় , উপশম : দক্ষিণ পার্শ্বে গুইলে বৃদ্ধি।
সম্বন্ধ : তুলনীয় – লোবেলিয়া, ইরিনাস, রুটা, সাসিনোসিন, কোনিয়াম, এষ্টেরিয়াস।
মাত্রা : মুল অরিষ্ট ও ১ম শক্তি। এই ঔষধ ক্যানসারের গ্রন্থিস্ফীতিতে বাহ্যিক প্রয়োগ করিবে, সেস্পারভাইভও অনুরুপভাবে ব্যবহার্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।