স্কেটল (Skatol)
পচনের শেষ অবস্থায় উপনীত প্রোটীন জাতীয় পদার্থ, ইহা মানুষের বিষ্ঠার একটি উপদান)
ডা: ইউলিয়াম বরিক।
অন্তবিষ হইতে মুখব্রণ, অন্ত্রমধ্যে পচন অবস্থা হইতে উদ্ভুত হয। পাকস্থলী, উদর সংক্রান্ত উপসর্গসমুহ এবং মস্তকের সম্মুখভাগের শিরার পীড়া। আলস্যের সহিত উচ্চকাঙ্খার অভাব। অভিশাপ দেওয়া ও শপথ করার প্রবৃত্তি।
মন : সনঃসংযোগের অভাব, পড়াশুনা করিতে পারে না। হতাশ, লোক সংসর্গে থাকিতে চায়। উত্তেজনা প্রবণ। সকলকেই হীন জ্ঞান করে।
মস্তক : মস্তকের সম্মুখভাগে শিরঃপীড়া, বাম চক্ষুর উপরে এবং সন্ধ্যা কারৈ অধিক। অল্প নিদ্রায় ব্যথা উপশমিত হয়।
পাকাশয়িক : জিহ্বা রোগবৃত বিশ্রী আশ্বাদ। যাবতীয় শস্যজাতীয় খাদ্য লবণাক্ত বোধ হয়। উদ্গার। ক্ষুধা বদ্ধিত। পাতলা, হলুদবর্ণ, সরু দুর্গন্ধময় মল। আন্ত্রিক ক্রিয়াহীনতাহেতু অগ্নিমান্দ্য।
মুত্রযন্ত্র : পুনঃপুন অল্প, জ্বালাকর কষ্টে নিঃসৃত হয়।
নিদ্রা : ঘমাইবার ইচ্ছা বদ্ধিত। অস্বস্তি বোধসহ জাগিয়া উঠে। অর্থ নিদ্রার ভাব।
সম্বন্ধ : তুলনীয় – ইণ্ডোল, ব্যাপ্টি, সালফার।
মাত্রা : ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।