স্কুটেনারিয়া ল্যাটিরিফ্লোরা (Scutellaria Laterriflora)
চলিত নাম- স্কালক্যাপ (Skullcap)
ডা: ইউলিয়াম বরিক।
সে-সকল ক্ষেত্রে স্নায়বিক ভয় হয় বিশেষভাগে পরিলক্ষিত হয়, তথায় ইহা প্রশমক ঔযধরূপে কার্য করে। হৎপিণ্ডের উপদাহিতা, তাতন রোগ। দন্তোদ্গমকালে শিশুদের স্নায়বিক উত্তেজনা ও আক্ষেপ। পেশীসমূহের স্পন্দন। ইনফ্লুয়েঞ্জার পরবর্তী স্নায়বিক দুর্বলতা।
মন : কোন বিপদের আশঙ্কা। মনঃসংযোগ করিতে পারে না (ইথুজা), মানসিক বিভ্রম।
মস্তক : সম্মুখ-কপালে অপ্রবল শিরঃপীড়া। মনে হয় চক্ষু বাহির হইয়া পড়িতেছে। মুখমণ্ডল রক্তিমাভ। অস্থির নিদ্রা ও ভীতিপূর্ণ স্বপ্ন। রোগী চলিয়া বেড়াইতে বাধ্য হয়। রাত্রিকালীন ভয়। আধকপালে মাথাব্যথা, দক্ষিণ চক্ষুর উপর অধিক। চক্ষুগোলকে কামড়ানি ব্যথা। পুনঃপুনঃ মুত্রবেগসহ স্কুল শিক্ষকদের বিদীর্ণকর শিরঃপীড়া। মস্তকের সম্মুখে ও মুলদেশে বেদনা। সবমন কি শিরঃপীড়া, গোলমালে, গন্ধে, আলোকে বৃদ্ধি রাত্রিকালে ও বিশ্রামে উপশ্রম, মুল অরিষ্ট ৫ ফোঁটা মাত্রায় ব্যবহার্য।
পাকস্থলী : বমনেচ্ছা, অম্ল উদ্ধার, হিক্কা, বেদনা এবং চাপ বোধ।
উদরগহ : বায়ু সঞ্চয়, পূর্ণতা ও আধমান, শূলবৎ বেদনা এবং অস্বস্তি। উদরাময়, মল সাদাটে।
পুং-জননেন্দ্রিয় : রেতঃপাত ও ধ্বজভঙ্গ, তৎসহ রোগ আরোগ্য হইবে না— এরূপ ভয়।
নিদ্রা : রাত্রিকালীন ভয়, অনিদ্রা; আকস্মিক জাগরণ, ভীতিপ্রদ স্বপ্ন।
হস্ত-পদাদি : পেশীসমূহ ঝাঁকি দিয়া উঠে, তজ্জন্য চলাফেরা করিতে হয়। তাণ্ডব রোগ। কম্পন। ঊর্ধ্বাঙ্গে তীব্র হুল ফোটান বেদনা। রাত্রিকালে অস্থিরতা। দুর্বলতা ও কামড়ানি।
সম্বন্ধ : তুলনীয়– সাইপ্রি, লাইকোপাস ।
মাত্রা : মূল অরিষ্ট ও নিম্নতর শক্তি ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।