স্কুকাম-চাক (Skoolum-Chuck)
অপর নাম -চাক-জল এবং স্কুকাম-স্ট্রং
(Chuck-warer and Skookum-Strong)
(ওয়াশে স্পেগাকেন নায়ক স্থানের নিকটস্থ ঔষধিগুণযুক্ত হৃদের জন হইতে প্রস্তুত লবণ)।
ডা: ইউলিয়াম বরিক।
চর্ম ও শ্লৈম্মিক ঝিল্লীর সহিত বিশেষ সমন্ধ, একটি সোরা দোষঘ্নূ ঔষধ। মধ্য-কর্ণের প্রদাহ, প্রচুর ক্ষতকর বিশ্রী গন্ধযুক্ত নিঃস্রাব। মুত্রে লিথিক এসিড, সর্দি, শীত-পিত্ত। চর্ম রোগ, একজিমা। শুস্ক চর্ম, প্রতিশ্যায় লক্ষণ জ্বর। প্রচুর সর্দিস্রাব, অবিরত হাঁচি।
সম্বন্ধ : স্যাক্কোনাইট (চর্মের পক্ষে পরিস্কারক, গন্ধনাশক ও শান্তিদায়ক ঔষধ। (কাউপার্থওয়েট)। একজিমা, দ্রবদগ্ধ, পোড়া ঘা ক্ষত এবং অর্শবলি।
মাত্রা : ৩য় বিচুর্ণ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।