শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

সোলেনাম লাইকোপার্সিকাম (Solanum Lycopersicum)

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:১৬ অপরাহ্ন
ল্যাক ক্যানিয়াম-Lac Caninum
হোমিও বই

সোলেনাম লাইকোপার্সিকাম (Solanum Lycopersicum)

অপর নাম – লাইকোপাসিকাম ইস্কিউলণ্টাম (Lycopersicum Esculentum)

চলতি নাম – টমোটো (Tomato)

ডা: ইউলিয়াম বরিক।

বাত ও ইনফ্লুয়েঞ্জা ইহার বিশিষ্ট লক্ষণ। সর্বাঙ্গে প্রবল কামড়ানি ব্যথা ইনফ্লুয়েঞ্জার পরে ব্যথাটি থাকিয়া যায়। মস্তকে সর্বদাই প্রবল রক্তধিক্য লক্ষণ দেখিতে পাওয়া যায়। প্রতিশ্যায় লক্ষণ জ্বর, সামান্য ধুলা নিঃশ্বাসের সহিত প্রবেশ করিলে লক্ষণগুলি বাড়িয়া উঠে। পুনঃপুনঃ মুত্রবেগ এবং প্রচুর জলবৎ উদরাময়।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : ফাটিয়া যাওয়ার ন্যায় বেদনা, মস্তকের পিছনে আরম্ভ হইয়া সমস্ত মাথয় ছাড়াইয়া পড়ে। সমস্ত মস্তক ও মস্ত-ত্বক টাটান বেদনা চলিয়া গেলেও ঘৃষ্টবৎ অনুভুতি থাকিয়া যায়।

চক্ষু : অপ্রবল ভার বোধ, তারকাদ্বয় সঙ্কুচিত। চক্ষুগোলক সঙ্কুচিত বোধ হয়, চক্ষুর চারিদিকে বেদনা, চক্ষু ছলছলে।

নাসিকা : প্রচুর জলবৎ সর্দি, উহা গণ্ডদেশের উপর দিয়া গড়ােইয়া পড়ে। নাসিকার অভ্যান্তরে জ্বালা শ্বাস-প্রশ্বাসের সহিত ধুলা প্রবেশ করিলে বৃদ্ধি, ঘরের মধ্যে থাকিলে উপশম।

হৃৎপিণ্ড : উৎকণ্ঠা ও ত্রাসের সহিত নাড়ীর গতি বিশেষভাবে বাড়িয়া উঠে।

আরও পড়ুন –  কেন্ট ১৫ (বাত রোগে কার্যকর)

শ্বাসযন্ত্র : গলার স্বর মোটা। বক্ষে বেদনা, ঐ বেদনা মস্কক পর্যন্ত প্রসারিত হয়। স্বরভঙ্গ গলা বাড়িবার ইচ্ছা। উচ্চ শব্দকারী কাশি – গভীর ও কর্কশ। বক্ষে চাপ বোধ, শুস্ক খকখখকে কাশি রাত্রকালে দেখা দেয় এবং সেইজন্য জাগিয়া থাকিতে বাধ্য হয়।

মুত্র : খোলা বাতাসে অবিরত ফোঁটা ফোঁটা মত্রপাত হয়। রাত্রকালে মুত্রত্যাগ করিবার জন্য উঠিতে বাধ্য হয়।

হস্ত-পদাদি : পৃষ্ঠের ভিতর দিয়া বেদনা। কটিদেশে অপ্রবল ব্যথা। দক্ষিণ স্কন্ধ ও বক্ষপেশীতে তীক্ষ্ণ বেদান। দক্ষিণ বাহুর মধ্যেস্থলের গভীর অংমে বেদনা। দক্ষিণ কুনুই কব্জি এবং উভয় হতে বাত-বেদনা। নিন্মাঙ্গে প্রবল কামড়ানি।

আরও পড়ুন –  এইচ আর – ০৫ (ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায় কার্যকর)

উপচয়, উপশম :  বৃদ্ধি – দক্ষিণ পার্শ্বে, খোলা বাতাসে, অবিরত সঞ্চালনে ধাক্কা লাগিলে, গোলমাল।

উপশম : উষ্ণ, গৃহে, ধুম্রপানে।

সম্বন্ধ : তুলনীয় – বেল (পরে ভাল খাটে), ইউপে পার্ফ, রাস, স্যাঙ্গুইনে, ক্যাপ্সি।

মাত্রা : ৩য় হইতে ৩০ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev