সোলেনাম নায়েগ্রাম (Solanum Nigrum)
চলতি নাম – ম্ল্যাক নাইটশেড (Black Nightshade)
ডা: ইউলিয়াম বরিক।
আর্গট বিশাক্ততায় ধুনষ্টঙ্কারবৎ আক্ষেপ, সারাদেহের দৃঢ়তা এবং উন্মত্ততা দেখ দিলে সাফল্যের সহিত ব্যবহৃত হয়। মস্কক ও চক্ষুর উপর বিশেষ ক্রিয়া। মস্তিস্ক ঝিল্লী-প্রদাহ। পুরাতন আন্ত্রিক বিষাক্ততা। দন্তোগ্ধমকালে মস্তিকের উপদাহ। প্রবল তড়কা সংশ্লিষ্ট অস্থিরতা। অঙ্গ-প্রত্যাঙ্গের সঙ্কোচন সহ দেহে পিপীলিকা চলার না অনুভুতি।
মস্তক : ভয়ানক প্রলাপ। শিরঃঘূর্ণন। প্রবল শিরঃপীড়া ও মানসিক শক্তির সম্পর্ণ স্তব্ধতা। রাত্রিভয়।রক্ষসঞ্চয়জনিত শিরঃপীড়া।
নাসিকা : তরুণ সর্দি, দক্ষিণ নাসারুদ্ধ্র হইতে প্রচুর উবলবৎ স্রাব। বাম নাসারদ্ধ আবদ্ধ, শীত শীতভাব পর্যায়ক্রমে উত্তাপ বোধের সহিত উপস্থিত হয়।
চক্ষু : উভয় চক্ষুর উপর বেদনা। চক্ষুতারকা পর্য্যায়ক্রমে প্রসারিত ও সঙ্কুচিত হয়। ক্ষীণ দৃষ্টি, চক্ষুর সম্মুখে কাল কাল দাগ দেখে।
শ্বাসযন্ত্র : কষ্টকৃত শ্বাসক্রিয়ার সহিত বক্ষে সঙ্কোচন বোধ। গলার মধ্যে সুড় সুড় করিয়া কাশি। শ্লেম্মা ঘন এবং হলুদবর্ণ । বাম বক্ষে বেদনা, স্পর্শ করিলে ব্যথা লাগে।
জ্বর : একাবার শীত একবার উত্তাপ। আরক্ত জ্বর। স্থানে স্থানে পীড়কা প্রকাশ পীড়কাগুলি বড় বড় ও পরিস্ফুট।
সম্বন্ধ : তুলনীয় – বেল, সোলেনাম ক্যারোলিনেন্স – হর্স নেটল (আক্ষেপ ও মৃগী রোগে ২০ হইতে ৪০ বিন্দু মাত্রায়। দীর্ঘস্থায়ী মৃগী রোগ, অন্য কোন রোগের সহি সংশ্লিষ্ট নহে, রোগটি যদি শৈশবকাল অতীত হওয়ার পর দেখা দেয়, হিষ্টিরিয়া সংশ্লিষ্ট মৃগী রোগ এবং হুপিং কাশিতে ব্যবহার্য)। সোলোনাম ম্যামোসাম – এপল অব সোডম (বাম নিতম্ভসন্ধিতে বেদনা)। সোলোনাম টিউবারোসাম (পায়ের ডিমে খিলধরা ও অঙ্গুলিগুলির সঙ্কোচন, দন্তপাটি বন্ধ করিয়া থুতু ফেলে)। সোলোনাম ভেসিকারিয়াম (মুখমণ্ডলের স্নায়ুশূলে উপরোগী)। সোলোনিনাম এসেটিকাম (বৃদ্ধ ও শিশুদিগের ব্রঙ্কাইটিস রোগে ফসফুসের পক্ষঘাত সম্ভবনা, বহক্ষণ কাশিয়া শ্লেম্মা তুলিতে হয়) সোলোনাম সিউভোক্যান্স (নিন্ম উদরে প্রবল ব্যথা), সোলোনাম টিউবারোস আগ্রোটান্স – রোগগ্রস্ত গোল আলু, (গুহ্যদ্বার নির্গমন, মলদ্বারের উত্তেজনা, নিঃশ্বাস ও দেহে দুর্গন্ধ, পচা গোল আলুর ন্যায় গুহ্যদেশের অর্বুদ, রক্তের পুকুরের স্বপ্ন দেখে), সোলোনাম টিউবারোসাম – গোল আলু (পায়ের ডিম ও আঙ্গুলে খিল ধারা)।
মাত্রা : ২য় হইতে ৩০শ শিক্ত।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।