সেস্ক্রিস কন্টরট্রিক্স-এন্স্রিষ্ট্রডন (Cenchris Contortrix-Ancistrodon)
কপারেহড নামক সর্প (Copperhead Snake)
ডা: ইউলিয়াম বরিক।
অন্যান্য সর্পবিষের ন্যায় ইহা মানব শরীরে গভীর ক্রিয়া দর্শায়। আর্সেনিকের ন্যায় ইহাতে শ্বাসকৃচ্ছ, মানসিক ও দৈহিক অস্থিরতা, অল্প জলের পিপসা আছে, এবং ল্যাকেসিসের ন্যায় কাপড় ঢিলা করিয়া পাড়া লক্ষণ আছে। মনের ভাব পুনঃপুনঃ পরিবতিত হয়, সুশৃঙ্খল স্বপ্ন দেখে। ইহা একটি সুন্দর দুর্বলতানাশক ও গভীর ক্রিয়াশীল ঔষধ। স্ত্রী-পুরুষ উভয়েরই সঙ্গমেচ্ছা বধিত হয়। হেলান দিয়া ধাকিতে পারে না। দক্ষিণ ডিম্বকোষের স্থানে বেদনা।
মস্তক : ভুলো স্বভাব, অন্যমনস্ক, মনোভাব পরিবর্তনশীল। বাম কপালে এবং বাম দিকের হাতে বেদনা। চক্ষুর চারিদিকে ফোলা, চক্ষুতে বেদনা ও জ্বালা।
হৃৎপিণ্ড : মনে হয় হৃৎপিণ্ডটি বাড়িয়া গিয়া সারা বুকটি জুরিয়া গি”য়াছে, যেন উহা তলপেটের দিকে নামিয়া আসিয়াছে। তীব্র সূচীবিদ্ধ বেদনা। বাম স্কদ্ধাস্থির নীচে ফড় ফড় করে।
নিদ্রা : বিভীষিকাময় সজীব ও কামোদ্দীপক স্বপ্ন।
উপচয়, উপশম – চাপে, শুইয়া থাকিতে, বৈকালে এবং রাত্রে বৃদ্ধি।
সম্ভন্ধ : তুলনীয় – আর্স, ল্যাকে, ক্লোথো এসিকটনস – যথেষ্টে স্ফীত লক্ষণ থাকিলে, বহুক্ষেত্রে ইহার উপযোগিতা দেখা যাইবে ( জন, এইচ, ক্লার্ক এম, ডি)।
মাত্রা : ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।