বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

সেলিনিয়াম – ৬ (চুলপড়া রোধে অব্যর্থ ঔষধ)

আরোগ্য হোমিও হল / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৬:১৭ অপরাহ্ন

সেলিনিয়াম-৬
Selenium-6

চুলপড়া রোধে অব্যর্থ ঔষধ

ভুমিকা : ঝবষবহরঁস-৬ একটি জেনেরিক নাম। এটা হোমিওপ্যাথিক পটেন্সি ঔষধ। যা তরুণ ও তরুণীদের হরমোন জনিত কারণে চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

কার্যকারিতা : চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, মাথা ঠান্ডা রাখে ও যুবকদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে এবং হরমোন বৃদ্ধিতে সহায়তা করে।

সেবন বিধি : প্রাপ্ত বয়স্করা ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ, অপ্রাপ্ত বয়স্করা ৫ থেকে ১০ ফোঁটা ঔষধ সামান্য পানিসহ দিনে ৩ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ব্যাবহার করতে হবে।

সতর্কতা : আলো বাতাস সুগন্ধ-দুগন্ধ হতে দুরে শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev