সেনেগা (Senega)
চলিত নাম – স্কেকওয়ার্ট (Snakewort)
ডা: ইউলিয়াম বরিক।
সদিজ অবস্থা, বিশেষতঃ শ্বাসযন্ত্রের এবং চক্ষুর পক্ষাঘাত সদৃশ সুস্পষ্ট লক্ষণ বিশেষ চরিত্রগত। প্রদাহের পর বক্ষের বাম পার্শ্বে সীমাবন্ধ দাগ।
মন : অকস্মাৎ বহুদিন পূর্বে দেখা, অপ্রয়োজনীয় স্থানের কথা মনে পড়িয়া যায়। ঝগড়া করার প্রবৃত্তি।
মস্তক : জড়তা, তৎসহ চক্ষুতে রোগ ও দুর্বলতা বোধ। শঙ্খাস্থিদ্বয়ে বেদনা। কপালে কাটিয়া যাওয়ার ন্যায় বেদনা।
চক্ষু : দৃষ্টিরেখার বিকৃতি (Hyperphoria), মস্তক পশ্চাদ্দিকে বাঁকাইলে উপশম। অক্ষিগোলকের উর্ধ্বে ক্রিয়া করে। চক্ষুপাতার প্রদাহ, পাতাগুলি শুস্ক ও মামড়িযুক্ত ( গ্রাফাই)। শুস্কতা মনে হয় যেন, চক্ষু অক্ষিকোটরের তুলনীয় বড় হইয়া গিয়াছে। একদৃষ্টি চাহিয়া থাকে। অশ্রু পড়ে। চক্ষু দপ্ দপ্ করে। পুনঃপুনঃ চোখ মুছিতে বাধ্য হয়। বস্তুসমুহ আবছায়া দেখে। পেশী সংক্রান্ত ক্ষীণ দৃষ্টি (কষ্টিকাম) দ্বিত্ব দৃষ্টি পশ্চাদ্দিকে মাথা বাঁকাইলে উপশম। চক্ষুর কাচপ্রভ রসের অস্বচ্ছতা। অস্ত্রোপাচারের পরে অক্ষিকাচের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত অংশগুলির শোষণ ক্রিয়ার উন্নতি করে।
নাসিকা : শুস্ক। নাসিকার সর্দি, প্রচুর জলবৎ স্রাব এবং হাঁচি। নাসারন্ধে মরিচ লাগানবৎ জ্বালা।
মুখগহ্বর : মুখের বাম পার্শ্বের পক্ষঘাত। মুখে উত্তাপ। মুখের কোণে ও ওষ্ঠদ্বয়ে জ্বালাকর ফোস্কা উঠে।
গলগহ্বর : গলগহ্বর ও গলকোষের সর্দিজ প্রদাহ, তৎসহ অবদারণবৎ স্বরভঙ্গ। জ্বলা ও ছাড়িয়া যাওয়ারমত অনুভুতি। মনে হয় যেন, ঝিল্লীগুলি ক্ষরিয়া গিয়াছে।
শ্বাসযন্ত্র : স্বরভঙ্গ। কথা বলিতে ব্যথা আগে। কাশিতে গেলে পিঠে ফাটিয়া যাওয়ার ন্যায় বেদনা। স্বরযন্ত্রের সর্দি। স্বরলোপ খক্ খকে কাশি। বক্ষকোটর সর্ঙ্কীর্ণ বোদ হ। প্রায়ঃ হাঁচি হইয়া কাশি নিবৃত্তি হয়। বুকে মধ্যে ঘড় ঘড়্ শব্দ (টার্টার এমেটিক)। উপরে উঠিতে বক্ষে চাপ বোধ। বায়ুনলীতেতে সর্দি. তৎসহ বক্ষপ্রচীরে বেদনা। যথেষ্ট শ্লেম্মা সঞ্চয়, বক্ষে চাপ ও ভার বোধ। বৃদ্ধ ব্যাক্তি দুশ্ছেদ্য প্রচু শ্লেম্মা বহুকষ্টে তুলিয়া ফেলিতে পারে। বৃদ্ধদের দুর্বলকর বায়ুনলী-প্রদাহ, তৎসহ পুরাতন মুত্রগ্রন্থি প্রদাহ অথবা বায়ুস্ফীতি। রক্তসঞ্চয়জনিত বৃদ্ধদের হাঁপানির পুনরাক্রমণ। ফুসফস আবরকে রসসসঞ্চয়, বক্ষে শোথ (মার্ক, সালফ) বক্ষে চাপ বোধ, যেন ফুসফুসকে মেরুদণ্ডের দিকে সজোরে আকর্ষণ করিতেছে। গলার স্বর এক-একবার এক-একরুপ, স্বররজ্জুর আংশিক পক্ষাঘাত।
মুত্রযন্ত্র : মুত্র অত্যান্ত হ্রাসপ্রাপ্ত। মুত্রে আঁইশ আঁইশ পদার্থ ও শ্লেম্মা। মুত্রত্যাগের পূর্বে ও পরে জ্বালা। পৃষ্ঠে ফাটিয়া যাওয়ার ন্যায় বেদনা। মুত্র-গ্রন্থিস্থানে টানিয়া ধরার ন্যায় ব্যথা।
উপচয় : উপশম – বৃদ্ধি – খোলা বাতাসে বেড়াইলে, বিশ্রামকালে।
উপশম : ঘর্ম হইলে, মাথা পিছনদিকে বাঁকাইলে।
সম্ভন্ধ : তুলনীয় – কষ্টিকাম, ফস, স্যাপোনিন, এমন, ক্যাল্কে, নিপেটা ক্যাটারিয়অ – ক্যাটলিপ (সর্দি দমন করে, শিশুদের শূলবেদনা, হিষ্টিরিয়া)।
মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩০শ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।