বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সেকারাম অফিসিনেলি-সুক্রোজ (Saccharum Officinale-Sucrose)

আরোগ্য হোমিও হল / ২ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৮:০৭ অপরাহ্ন
সিফিলিনাম (Syphilinum)
হোমিও বই

সেকারাম অফিসিনেলি — সুক্রোজ (Saccharum Officinale – Sucrose)

অপর নাম–ইক্ষু চিনি (Cane sugar)

ডা: ইউলিয়াম বরিক।       

বহুমান্য ডা: হেরিংয়ের মতে স্ত্রীলোক ও শিশুদের অধিকাংশ পুরাতন রোগ অত্যধিক পরিমাণে চিনি ভক্ষণহেতু জন্মিয়া থাকে। চিনি পচন নিবারক। ইহাতে জীবাণু সংক্রমণ এবং পুঁজোৎপত্তি নিবারণ করে। ইহা সৌত্রিক তন্তুসমূহকে দ্রব করে এবং চর্মান্তর্বহিক্রিয়া উদ্বুদ্ধ করিয়া নিঃসরণ বৃদ্ধি করে, ফলে আভ্যন্তরিক রক্তাম্বু বাহিরদিকে আসিয়া ক্ষতস্থান ধৌত করে এবং উহা শুকাইবার সাহায্য করে। পায়ের ক্ষত।

বায়ো কম্বিনেশন ২৫

চিনি হৃৎপিণ্ডের মাংসপেশীসমূহের সংগঠক ও বৃদ্ধিকারক, সুতরাং হাৎক্রিয়াজাত ক্ষয় পূরণের অভাব এবং হাতযন্ত্র ও রক্তবহানলী সম্ভন্ধীয় বহুবিধ উপদ্রবে উপকারী। ইহা দৈহিক ক্ষয়, রক্তশূন্যতা, স্নায়বিক দুর্বলতা প্রভৃতি রোগের পক্ষে পুষ্টিকর ও উত্তেজক ঔষধ, ইহার দ্বারা দেহের ওজন  ও শক্তি বৰ্দ্ধিত হয়।

কনীনিকার অস্বচ্ছতা। অস্পষ্ট দৃষ্টি। অম্ল রোগ এবং গুহ্যদ্বারে চুলকানি। ঠাণ্ডা নিঃস্রাব। হৃৎবেষ্টের  অপকর্ষ। ক্রোধী ও খিট্‌খিটে, ঘ্যান ঘ্যানে ও খেয়ালী, দামী দামী খাবার চায়, এটা-ওটা চায়, কিন্তু পুষ্টিকর খাদ্য প্রত্যাখ্যান করে–এইরূপ স্বভাবের মোটা, ফোলা ফোলা ও বৃহৎ অঙ্গ-প্রত্যঙ্গযুক্ত শিশু। পদদ্বয় ফোলা ফোলা। প্রতি সাতদিন অন্তর শিরঃপীড়া দেখা দেয়।

আরও পড়ুন – আলফা টনি সিরাপ (শরীরে শক্তি যোগায় ও হজম শক্তি বৃদ্ধি করে)

সম্বন্ধ : তুলনীয়–সেকারাম ল্যাকটিস–সগার অব মিল্ক–ল্যাকটোজ (মুত্রাধিক্য, অপরিচ্ছন্ন দৃষ্টি, ঠাণ্ডা বেদনা–যেন একটি বরফের ছাঁচ ফোটান হইতেছে, তৎসহ ঝিন্ ঝিন্ করা; অথবা মনে হয় সে যেন বরফাহত হইয়াছে, তৎসহ অত্যধিক শারীরিক অবসন্নতা । সুগার অব মিল্ক অধিক মাত্রায় প্রয়োগে অন্ত্রে ব্যাসিলাস এসিডোফিলাসের বৃদ্ধি সাধন করে এবং সেজন্য অস্ত্র সংক্রান্ত পচন অবস্থার সংশোধন হয়, অধিকন্তু কোষ্ঠবদ্ধতা দূর হয়।

মাত্রা–৩০শ শক্তি ও উচ্চতর শক্তি। পচা ক্ষতে বাহ্যিক প্রয়োগ। হাকপাটিকার পীড়া নাই, অথচ হাৎপেশীসমূহের অসম্পূর্ণ ক্রিয়াহেতু হার্টফেল করার সম্ভাবনার অতি জটিল ক্ষেত্রেও প্রাতঃকালে এবং সন্ধ্যাকালে এক আউন্স মান্নায় চিনি ব্যবহার করা উত্তম ব্যবস্থা। মৃগী রোগ, রক্তে চিনি জাতীয় উপাদান হ্রাস পাওয়াহেতু স্নায়ুমণ্ডল উত্তেজিত হয় ও তড়কার সূত্রপাত ঘটায়। চিনি প্রসব কার্যের সহায়তা করে। গর্ভকালের শেষদিকে ইহার ব্যবহার বিশেষ উপযোগী। যে-সকল ক্ষেত্রে কোন যান্ত্রিক বাধা থাকে না এবং জরায়ু- ক্রিয়ার দুর্বলতাহেতু প্রসবে বিলম্ব হইতে থাকে, তথায় ২৫ গ্রাম চিনি জলে গুলিয়া অর্ধ ঘন্টা অন্তর কয়েকবার প্রয়োগ করিবে।

আও পড়ুন – শিশুর গ্রাত্রচর্ম্ম উঠিয়া ক্ষত

তুলনীয়–স্যাকারিণ–[ লালাক্ষরণ ও পরিপাক ক্রিয়ার বাধা সৃষ্টি করিয়া অজীর্ণতা রোগ উৎপন্ন করে। প্রফেসার লিউইন বিশ্বাস করেন যে, ইহার লালাস্রাবী কোষসমূহের উপর ক্রিয়া আছে এবং সেইজন্য ইহা বেদনা (দক্ষিণ উদরোর্ধ্ব প্রদেশে), ক্ষুধাহীনতা, উদরাময় এবং দুর্বলতা জন্মায় ]।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev