বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

সূফফ সূয়াক-Sufoof Suzak পচন নিবারক

আরোগ্য হোমিও হল / ৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
সূফফ সূয়াক-Sufoof Suzak পচন নিবারক
সূফফ সূয়াক-Sufoof Suzak পচন নিবারক

সূফফ সূয়াক-Sufoof Suzak পচন নিবারক

ক্যাটাগরি : গণোরিয়া রোগে কার্যকর (হামর্দদ)।

সূফফ সূয়াক (Sufoof Suzak)

কার্যকারিতা : গণোরিয়া রোগে কার্যকরী।

বায়ো কম্বিনেশন ২৫

উপাদন : প্রতি ৫ গ্রামে আছে-

(1) Tribulus terrestris গোক্ষুর কাঁটা) ০.৫৪ গ্রাম।

(2) Butea monosperma (পলাশ ফুল) ০.৫৪ গ্রাম।

(3) Tunospora Cordifolia (গুলঞ্চের শ্বেতসার) ০.২৭ গ্রাম।

(4) Asphalt (সালাজীত) ০.২৭ গ্রাম।

(5) Rheum Emodi (রেউচিনি) ০.২৭ গ্রাম।

(৬) Bambusa arundinacea ( বংশলোচন) ০.২৭ গ্রাম।

(7) Elettaria Cardamonmum (ছাট এলাচ) ০.২২ গ্রাম।

আরও পড়ুন –  র‌্যাক্স নং- ৪৪ (গণোরিয়া)

অন্যান্য উপাদান পরিমাণ মত।

সেবন বিধি : ১চা-চমচ ১ থেকে ২ বার ৩ মাস অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।

পার্শ্বপ্রতিক্রিয়া : নিধারিত মাত্রায় সেবনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

সর্তকতা : শিশুদের থেকে দুরে রাখন।

সংরক্ষণ  : আলো-বাতাস থেকে দুরে, সুস্খ স্থানে রাখুন।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev