সিলিকো-ক্লোরাইড অব ক্যালসিয়াম
(Silico-Fuoride of Calcium)
প্রচালিত নাম – ল্যাপিস এলবাস (Lapis ALbus)
ডা: ইউলিয়াম বরিক।
গ্রন্থির পীড়া, গলগণ্ড, কর্কট রেগে ক্ষত উৎপন্ন হইবার পূর্বাবস্থা। স্তনে পাকস্থলীতে ও জরায়ুতে জ্বালাকর হুলবিদ্ধবৎ যন্ত্রনা। গ্রন্থির চতুদিকস্থ সংযোজক তন্তুসমুহ বিশেষভাবে আক্রান্ত হয়। মোটা রক্তশূন্য শিশু, তৎসহ আইডিনের রোগীর ক্ষুধা। রাক্ষুসে ক্ষুধা। ম্যালেরিয়া বিষদৃষ্ট নহে এইরুপ গণ্ডমালাধাতুবিশিষ্ট ব্যাক্তির পক্ষে বিশেষ উপযোগী ঔষধ। জরায়ুর কর্কট রোগী। সৌত্রিক অর্বুদ, তৎসহ জরায়ুমধ্যে অত্যান্ত জ্বালা ও বেদনা এবং প্রচুর রক্তস্রাব। গ্রন্থিসমুহ অনেকটা স্থিতিস্থাপক ও কোমল, ক্যালকেরিয়া ফ্লোর অথবা সিষ্টাসের ন্যায় পাথরের মত শক্ত নহে।
কর্ণ : অন্তঃকর্ণের প্রদাহ ও পুঁজোৎপত্তি। সমলক্ষণে সাইলিসিয়া প্রযুক্ত হইলে পর ল্যাপিস রোগীর উন্নতি শ্রুততর করিয়া থাকে (বিলোজ)।
বক্ষদেশ : জনগ্রন্থিপ্রদেশে অবিবারম বেদনা। গ্রন্থিসমুহের কাঠিনতা প্রাপ্তি।
চর্ম : গণ্ডমালজ ফোঁড়া এবং ক্ষত। গ্রন্থিসমুহের বিবর্ধন ও কাঠিন্য, বিশেষতঃ গ্রীবাদেশের। মেদার্বুদ, মাংসার্বুদ, কর্কটরোগ। চুলকানি।
সম্বন্ধ : তুলনীয় – সাইলি, ব্যাডিয়াগা, আর্স আয়োড, ক্যাল্ক আয়োড, কোলা, কেলি আয়োড, এষ্টিরিয়াস।
মাত্রা : ১ম হইতে ৬ষ্ট শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।