সিলফিয়াম (Silphium)
চলতি নাম – রোজিন-উইড (Rosin-weed)
ডা: ইউলিয়াম বরিক।
ইহা বিভিন্ন প্রকার হাঁপানি ও পুরাতন ব্রঙ্কাইটিস রোগে ব্যবহৃত হয়। মুত্রাশয়ের সর্দি। সদিজ ইনফুয়েঞ্জা। আমাশয় আক্রমনের পূর্বে কঠিন মলের সহিত আম জড়ান থাকে।
শ্বাসযন্ত্র : কাশির সহিত প্রচুর, দড়ির মত, ফেনাযুক্ত হালকাবর্ণের গয়ের উঠে। বুকের মধ্যে শ্লেম্মা ঘড় ঘড় করতিছে–এইরুপ অনুভুতির সহিত কাশি উদ্রিক্ত হয়, বায়ু প্রবাহ লাগাইয়ে বৃদ্ধি। ফুসফুসে সঞ্চোচন বোধ। প্রচুর দড়ির মত শ্লেম্মা নিঃসরণসহ সর্দি। হক হক করিয়া গলা খোঁকারি দিবার প্রবৃত্তি। নাসিকার পশ্চাৎরন্ধের উপদাহ। ভ্রুদেশে সঙ্কোচনসহ নাসাপথের শ্লৈম্মিক ঝিল্লি আক্রান্ত হয়।
সম্ভন্ধ : তুলনীয় – এরালিয়া, কোপেইভা, টেরিবিস্থ, কিউবেব, স্যাম্বুকাস। সিলফিয়ন সিরিনেইকাম (ফুসফুসের যক্ষা, তৎসহ অবিরত কাশি, প্রচুর নির্শা-ঘর্ম, শীর্ণতা প্রভৃতি), পলিগোনাম এভিকিউলার (মুল অরিষ্ট স্থুল মাত্রায় প্রয়োগ করিয়া যক্ষা রোগে উপকার পাওয়া গিয়াছে), স্যালভিয়া (খকখকে কাশি), এরাম ড্রেকন্টিয়াম (রাত্রে শায়িত অবস্থায় ঢিলা কাশি), জাষ্টিসিয়া (বাযূনলীর সর্দি, স্বরভঙ্গ ও অনুভব্যাধিকা)।
মাত্রা : ৩য় শক্তি। কেহ কেহ নিন্মশক্তির বিচুর্ণ পছন্দ করেন।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।