শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

সিয়ানোথাস-Ceanothus

আরোগ্য হোমিও হল / ১০ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন
ল্যাকন্যান্থিস-Lachnanthes
হোমিও বই

সিয়ানোথাস (Ceanothus)

চলতি নাম – নিউ জাসি অঞ্চলের চা (New Jeney Tea)

ডা: ইউলিয়াম বরিক।

মনে হয় এই ঔষধটি সহি প্লীহারোগের বিশেষ সম্বন্ধ আছে। প্লীহাবৃদ্ধিসহ ম্যালেরিয়া। সাধারণত বাম পার্শ্বের রোগে উপযোগী হয়। রক্ত শূন্য রোগী যাহার প্লীহা ও যকৃৎ বৃদ্ধিপ্রাপ্ত। পুরাতন ব্রঙ্কাইটিস রোগে প্রচুর শ্লেম্মাস্রাব ব্লাডপ্রেসার রোগী শক্তিহীন হইয়া পড়ে। উৎকৃষ্ট রক্তরোধক ঔষধ। রক্তের চাপ বাঁধা নিবারণ করে।

উদরগহ্বর : প্লীহার অস্বাভাবিক বৃদ্ধি। প্লীহার প্রদহ, সমস্ত বাম পার্শ্বটি ব্যথিত। বাম কুক্ষিপ্রদেশে গভীর বেদনা। প্লীহার বিবৃদ্ধি। যকৃতে নিউসিন সঞ্চয়। প্রবল শ্বাসকষ্ট। ঋতুস্রাব প্রচুর। হরিদ্রাবর্ণ দুর্বলকর প্রদর স্রাব। বামপার্শ্বে শুইতে পারে না। যকৃৎ ও পৃষ্ঠদেশে বেদনা।

আরও পড়ুন – শিশুর প্লীহা বৃদ্ধি

সরলান্ত্র : উদরাময়, তলপেট ও সরলান্ত্রে বাহির দিকে ঠেলামারা বেদনা।

মুত্র : অবিরত মুত্রবেগ। সবুজ, ফেনাযুক্ত, পত্ত ও শর্করামিশ্রিত মুত্র।

সম্বন্ধ : তুলনীয় – টিনোসপোরা কোডিফোলিয়া ( গুলফ) – হিন্দুদের একটি ঔষধ। পুরতান জ্বরের সহিত প্লীহাবৃদ্ধি লক্ষণে। গলিমনিয়া ইউডিভোলিয়া – তরুণ প্লীহাবিবৃদ্ধি, তৎসহ বাম কুক্ষিদেশে স্পর্শকাতরতা কম্বজ্বরে প্লীহার বৃদ্ধি। মুত্রাশয়পেশীর দুর্বলতা, তন্ত্রগুলি থলথলে, স্থিতিস্থাপকতার অভাব। গ্রন্থিগুলি বধিত। সিয়োনাথাস থ্রাইসিফ্লোরাস –  শ্বাসনলীপ্রদাহ, টনসিল প্রদাহ, নাসিকার সর্দি, ডিপথেরিয়া। মুল অরিষ্ট আভ্যন্তরিকভাবে এবং কুলকুচা করিতে ব্যবহার্য। আরও তুলনীয় – বার্বোরিস, মাইরিকা, সিড্রিন, এগারিকাস।

উপচয় : উপশম – নড়াচড়ায় ও বাম পার্শ্বে শয়েনে বৃদ্ধি হয়।

মাত্রা : ১ম শক্তি। বাহ্যিকভাবে প্রয়োগে চুলের শ্রীবৃদ্ধি হয়।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev