সিম্ফোরিকার্পাস রেসিমোসা
(Symphoricarpus Recemosa)
চলতি নাম – স্রোবেরি (Snowherry)
ডা: ইউলিয়াম বরিক।
গর্ভকালীন অবিরাম বমন এই ঔষধে যথেষ্ট প্রশংসা লাভ করিয়াছে। পাকাশয়িক গোলযোগ, পরিবর্তনশীল ক্ষুধা, বিবমিষা, মুখ দিয়া জল উঠা, তিক্ত স্বাদ। কোষ্ঠকাঠিন্য। ঋতুকালে বিবমিষা। নড়িলে বিবমিষার বৃদ্ধি। যাবতীয় খাদ্যে অরুচি। চিৎ হইয়া শুইলে উপশম।
মাত্রা : ২য় ও ৩য় শক্তি। ২০০তম শক্তিও উপযোগী।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।