বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন

সিম্ফাইটাম (Symphytum)

আরোগ্য হোমিও হল / ৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন
ল্যাপিস এলবাস-Lapis ALbus
হোমিও বই

সিম্ফাইটাম (Symphytum)

চলতি নাম – কম্ফ্রে-নিটবোন (Comfrey, Knitbome)

ডা: ইউলিয়াম বরিক।

এই গাছের শিকড়ে একপ্রকার দানাদার শক্ত পদার্থ আছে, উহা ক্ষতের উপর উপত্বক জন্মায়। পাকাশয় ও মধ্যান্ত্রের ক্ষত রোগে আভ্যন্তরিকভাবে ইহা প্রয়োগ করা চলে। পাকাশয় শূল রোগ আভ্যন্তরিকভাবে এবং গুহ্যদ্বারের চুলকানিতে ব্যাহ্যিকভাবে প্রযোজ্য। পেশী সংযোগক, কণ্ডা ও অস্থি আবরকে আঘাত লাগিয়া ক্ষত। সাধারণত: সন্ধিস্থানেই ইহার ক্রিয়া জানুসন্ধির স্নায়ুশূল। মুলাধার অথবা অস্থিসমুহের ভিতরে আঘাত লাগিয়া ছিদ্র হইয়া গেলে এবং ভাঙ্গা হাড় জোড়া না লাগিলে উপযোগী। অঙ্গেচ্ছেদের পর ছিন্নাগ্র (Sttump) প্রদাহ। ভগ্নস্থানের অস্থিতে প্রদাহ। শ্রোণি স্ফোটক। অস্থি আবরকে সূচীবিদ্ধবৎ বেদনা ও টাটানি।

বায়ো কম্বিনেশন ২৫

মস্তক : মস্তকের পশ্চাতে, শীর্ষে এবং কপালে বেদনা। বেদনা নাসিকার অস্থিতে নামিয়া আসে। চোয়ালের অস্থির অভ্যান্তরে প্রদাহ, কঠিন ও লালবর্ণ স্ফীতি।

চক্ষ : ভোঁতা জিনিসের আঘাত লাগিয়া চক্ষুর বেদনা। চক্ষুতে আঘাত লাগার পক্ষে সিম্ফাইটাম অতুলনীয়।

আরও পড়ুন – কেন্ট ৪৪ (আঘাতের ব্যাথায় কার্যকর)

সম্বন্ধ : তুলনীয় – আর্ণিকা, ক্যালকেয়িয়া ফস।

মাত্রা : মুল অরিষ্ট। ক্ষত, ঘা এবং গুহ্যদ্বারে চুলকানির জন্য বাহ্যিক ভাবে প্রয়োগ করিয়া বাঁধিয়া রাখিবে।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev