সিন্নামোনাম (Cinnamonum)
চলতি নাম- দারুচিনি (Cinnamon)
ডা: ইউলিয়াম বরিক।
বেদনা ও দুর্গন্ধযুক্ত ক্যান্সার। যখন চর্ম অক্ষত থাকে তখন বিশেষ উপযোগী। রক্তস্রাবে ইহার উপযোগগিতা রোগীদেহে বিশেষভাবে পরীক্ষিত হইয়াছে। নাসাপথে রক্তস্রাব। অন্ত্র হইতে রক্তস্রাব, রক্তোৎকাশ প্রভৃতি। কোমরে ধাক্কা লাগিলে অথবা উচু-নীচুতে পা পড়িলে প্রভৃত রক্তপাত হইতে থাকে। প্রসবান্তিক রক্তস্রাব, উদরস্ফীতি ও উদরাময়। দুর্বল রোগীর ধীর রক্তসঞ্চালন ক্রিয়া।
স্ত্রী-জননেন্দ্র্রিয় : নাড়ী বাহির হইয়া পড়িবে এরুপ অনুভুতি। ঋতৃস্রাব-নিয়মিত সময়ের পূর্বে প্রচুর, দীর্ঘ স্থায়ী, এবং উজ্জল লালবর্ণ রোগিনী নিদ্রালু। কোন কিছুতেই ইচ্ছা থাকে না। আঙ্গুলগুলি স্ফীত। ভারী জিনিস তুলিবার কলে জরায়ু হইতে রক্তস্রাব। সুতিকাবস্থায়। রক্তস্রাব। অতিরিক্ত ঋতুস্রাব।
সম্বন্ধ : তুলনীয় – ইপিকার্ক, সাইলি, ট্রিলিয়াম,।
দোষঘ্ন : একান।
মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শক্তি। ক্যানসার রোগে ক্কার্থ অর্ধ পাঁইট মাত্রায়। দারুচিনি তৈল জলে মিশিইয়া ব্যাহ্যিক প্রয়োগ করিলে রোগ সংক্রমণ নিবারণ করে। ত/৪ ফোঁটা তৈল দুই কোয়াট জলে মিশাইয়া জুস দিরে ইহা জীবনধ্বংসক এবং সংক্রমণ নিবারক। হিক্কারোগে চিনির সহিত ৩ ফোঁটা মাত্রায় ব্যবহার্য।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।