রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

সিন্নাবেরিস (Cinnabaris)

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন
লোবেলিয়া ইনফ্লেটা-Lobelia Infiata
হোমিও বই

সিন্নাবেরিস (Cinnabaris)

অপর নাম – মার্কুরিয়াস সালফুরেটাস রুবার (Mercurius Sulphuratus Ruber)

চলতি নাম – হিঙ্গুল (Mercuric Sulphide)

ডা: ইউলিয়াম বরিক।

সিফিলিস দোষ-কৃষ্ট দেহে অক্ষিপুট সংক্রান্ত স্নায়ুশূল ও ক্ষত রোগে এই ঔষধটি বিশেষ উপযোগী। রাত্রিকালে নিদ্রাহীনতা।

মস্তক : মস্তকে রক্তধিক্য, মুখশ্রী গাঢ় লালবর্ণ।

চক্ষু : চক্ষুর অশ্রুস্রাবী প্রণালী হইতে শঙ্খদেশে পর্যন্ত চারিদিকে বেদনা ভ্রর ভিতর দিয়া, চক্ষুর অভ্যন্তর কোণ হইতে কর্ণ পর্যন্ত বিস্তৃত বেদনা। চক্ষুকোটরের অস্তিতে তীব্র চিড়িক-মারা বেদনা, বিশেষতঃ এই বেদনা হাড়ের ভিতর কোণ হইতে বহিস্থ কোণে যাতায়াত করে। সমস্ত চক্ষু, লালবর্ণ চক্ষপাতা মাংসাঙ্কুরযুক্ত, চক্ষুকোণ এবং চক্ষুর পাত লালবর্ণ।

বায়ো কম্বিনেশন ২৫

নাসিকা : ভারী চমশা পরিলে যেরুপ হয় সেইরুপ ভারবোধ। নাসিকা মুলে বেদনা, উহা অস্থির ভিতর দিয়া প্রত্যেক পাশে ছড়াইয়া পড়ে ( অরম, ক্যালি হিইড্রো)।

গলগহ্বর : নাসিকার পশ্চাৎ রন্ধ্রের ভিতর দিয়া গলমধ্যে দুশ্ছেদ্য শ্লেম্মা যাতায়াত করে। মুখ এবং গলগহ্বর শুস্ক, মুখ ধুইতে বাধ্য হয়। মুখের মধ্যে এবং গলায় ক্ষত, উহা আগুনের মত লাল দেখায়।

পুং-জননেন্দ্রিয় : শিন্নবরক ত্বক স্ফীত, উহার উপরে মাংসাক্কুর সহজেই রক্তপাত হয়। অণ্ডকোষদ্বয় বধিত। বাঘী। আগুনের মত চকচকে ক্ষত। উপদংশজ চর্মরোগ, শল্ক ও ফুস্কুড়িযুক্ত।

স্ত্রী-জননেন্দ্রিয় : শ্বেতপ্রদর, যোনিদ্বরে চাপবোধ।

আর পড়ুন – শ্বেতপ্রদর বা সাদাস্রাবে হোমিওপ্যাথিক চিকিৎসা

হস্থ-পাদাদি : কুনই হইতে বেদনা তালু পর্যন্ত বিস্তৃত হয়। ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ কমিয়া গেলে দীর্ঘস্থিণ্ডলিতে বেদনা করে। সন্ধিগুলি শীতল।

চর্ম : আগুনের মত লালবর্ণ ক্ষত। জঙ্ঘাস্থির উপর বত-গুটি। বাঘী। মাংসার্বু, উহা হইতে সহজেই রক্তপাত হয়।

উপচয়, উপশম – দক্ষিণ পার্শ্বে শুইলে বৃদ্ধি (মনে হয় শরীরের পদার্থ সমুহে ঐ দিকে ঝুলিয়া পড়িতেছে)।

সম্ভন্ধ : তুলনীয় – হিপার, নাইট্রিক এসডি, থুজা, সিপিয়া।

দোষঘ্ন : হিপার সালফ।

মাত্রা : ১ম হইতে ৩য় বিচুর্ণ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev