বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

সিনেরেরিয়া – Cineraria

আরোগ্য হোমিও হল / ৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
ল্যাপিস এলবাস-Lapis ALbus
হোমিও বই

সিনেরেরিয়া (Cineraria)

চলতি নাম – ডাষ্টি মিলার (Dusty Miller)

ডা: ইউলিয়াম বরিক।

চক্ষু ছানি এবং কনীনিকার অস্বচ্ছতায় এই ঔষধটির উপযোগীতা আছে। ইহা বাহ্যিকভাবে ব্যবহৃত হয়, চক্ষুর মধ্যে ১ ফোঁটা মাত্রায় দিনের মধ্যে চার পাঁচ বার ঢালিয়া দিতে হয়। এইভাবে ক্রমগত কয়েক মাস ব্যবহৃত করিয়া যাওয়া প্রয়োজন। আঘাত জনিত ছানি রোগে বিশেষ উপযোগী হইতে দেখা গিযাছে।

আরও পড়ুন – সিনেরারিয়া মারিটিমা (চোখের ছানি পড়ায় কার্যকর)

চোখেরোগে তুলনীয় – ফস, পল্যাটেনাস, ক্যানাবিস, কষ্টিকাম,ন্যাপথালিন, লিডাম, নেট্রাম মিউর, সাইলিসিয়া।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev