Cineraria-Maritima Eye-Drops
সিনেরারিয়া মারিটিমা (চোখের ছানি পড়া ও নানাবিধ চক্ষু রোগের ড্রপস
ক্যাটাগরি : হোমিওপ্যাথিক ঔষধ।
প্রস্তুতকারী : আল নূর মেডিকা (প্রা:) লিমিটেড, লাহোর, পাকিস্তান।
কার্যকারিতা : সিনেরারিয়া মারিটিমা অক্ষিমুকুল (লেন্স) অথবা আচ্ছোদ পটল (কর্নিয়া) এর অস্বচ্ছতার প্রারন্তিক অবস্থা, নেত্রবর্ত্ন প্রদাহ (কনজাংকটিভাইটিস), অক্ষিপত্র প্রদাহ, (রেফারাইটিস), বৃদ্ধ ব্যাক্তিদের দৃষ্টিশক্তির গোলযোগ এবং চোখের অতিশ্রম জনিত সমস্যাবলীর চিকিৎসায় সিনেরারিয়া মারিটিমা ব্যবহার করা হয় ও চোখের ছানি প্রাথমিক স্তরে দুর করে।
এছাড়াও ঝাপসা দৃষ্টি দুর করে। অতিরিক্ত পাঠ, টিভি দেখা বা কম্বিউটারের কাজ করা হেতু চোখের সমস্যাবলীর এবং অপারেশন থেকে চোখকে রক্ষা করতে সিনেরারিয়া মারিটিমা অত্যান্ত কার্যকরি।
ব্যাবহার বিধি : দুই ফোঁটা করে প্রতিদিন সকাল-দুপুর- রাত (দৈনিক ৩ বার) চোখে দিবেন।
বিশেষ:দ্রষ্টব্য : সিনেরারিয়া মারিটিমা ঔষধ ব্যবহারের পুর্বে একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুণ। আরও ভালো ফলাফলের জন্য সঙ্গে এন – ৭৮ খেতে পারেন।
পার্শ্বপ্রতিক্রিয়া : সিনেরারিয়া মারিটিমা ঔষধ ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানা নাই।
ঔষধ সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ থেকে দুরে, শীতল ও শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।