সিড্রন- সিমারুবা ফেরোজিনিয়া – Cedron-Simaruba Ferroginea
চলতি নাম – র্যাটেল স্নেক সীম (Ratlesnake bean)
ডা: ইউলিয়াম বরিক।
নিদিষ্ট সময়ে রোগাক্রমণ ইহার বিশেষ চরিত্রগত লক্ষণ। গ্রীস্মপ্রধান দেশ, অথবা ভিজা উষ্ণ জলাভূমিযরক্ত দেশের পক্ষে বিশেষ উপযোগী। ইহা ম্যালেরিয়া জ্বরে ও বিশেষভাবে স্নায়ুশূল রোগে সুফল দিয়াছে। যে-সকল ব্যক্তি ইন্দ্রিয়সেবী ক্ষণক্রোধী এবং স্নায়ুবিক প্রকৃতি, তাহাদের রোগে ভাল ঘাটে। ইহা সর্পবিষ এবং পোকা-মাকড়ের দংশনে ব্যবহৃত হয়। ক্ষতের উপরে তাজা সীমটির রস নিংড়ইয়া দিতে হয়। খেয়ালি প্রকৃতি।
মস্কক : চক্ষুর মধ্যে দিয়া এক শঙ্খদেশ হইতে অপর শঙ্খদেশ পর্যন্ত বিস্তৃত বেদনা। মুখমণ্ডলের দক্ষিণ পার্শ্বের বেদনা, ঠিন সকাল ৯পায় আসে কপালে মধ্যে দিয়া বেদনায় রোগী পাগল হইয়া উঠে। সিঙ্কোনা সবনের পরবর্তী কর্নে গর্জন শব্দ। শিরঃপীড়ায় সারা দেহটি অবশ বোধ হয়।
চক্ষু : বাম চক্ষুর উপর তীরবিদ্ধবৎ বেদনা। চক্ষুর তারকায় ভয়ানক বেদনা, ঐ বেদনা চক্ষুর চারিদিকে বিস্তৃত হয়। নাসিকার মধ্যে ধাবিত হয়। ক্ষতকার অশ্রুস্রাব। নিদিষ্ট সময়ে চক্ষুকোটরের উপরে স্নায়ুশূল। চক্ষুপ্রদাহ। চক্ষুর কৃষ্ণমণ্ডলের প্রদাহ।
হস্ত-পাদাদি : সন্ধিস্থানে কাটিয়া ফেলার ন্যায় বেদনা, ও পায়ে অধিক। হাতের বৃদ্ধঙ্গুলির রগায় আকস্মাৎ বেদনা, উহা বাহুর মধ্য দিয়া স্কদ্ধ পর্যন্ত বিস্তৃত হয়। দক্ষিণ পায়ের গোড়ালিতে বেদনা, উহা হাঁটু পর্যন্ত বিস্তৃত হয়। গেলাকার বিসপিকা, উহার বেদনা ছড়াইয়া পড়ে। জানুসন্ধির শোথ।
জ্বর : সন্ধ্যার প্রাক্কালে শীত, তারপর মাথার সম্মুখভাবে শিরঃপীড়া, উহা কপালের শেষ পর্যন্ত বিস্তৃত হয়। চক্ষুদ্বয় লাল। উত্তাপের সহিত চক্ষুতে চুলকানি, অঙ্গপ্রত্যাঙ্গে ছিঁড়িয়া ফেলার ন্যায় বেদনা, অঙ্গপ্রত্যঙ্গের অবশতা।
সম্বন্ধ : দোষঘ্ন – লালেসিস।
তুলনীয় – আর্স, চায়না।
মাত্রা : মুল অরিষ্ট হইতে ৩য় শিক্ত।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।