সিজিজিয়াম জ্যাম্বোলেনাম (Syzygium Jambolanum)
পরিচয় – জাম বীজের উগ্রবীর্য
(Jambol Seeds Enlexing, active principle)
ডা: ইউলিয়াম বরিক।
রক্তে চিচির ভাগ বৃদ্ধি করিয়া মধুমেহ রোগ সৃষ্টি করে। শর্করা সার বহুমুত্র রোগে বিশেষ উপযোগী ঔষধ। অন্য কোন ঔষধই ইহার মত মুতে্রু চিনির পরিমাণ কমাইয়া আনিতে এবং চিনি দুর করিতে পারে না। দেহের উপরিভাগে কাঁটা ফোটার ন্যায় উত্তাপ বোধ, ক্ষুদ্র ক্ষুদ্র লালবর্ণ পীড়কা, উহাতে ভয়ানক চুলকানি। প্রবল তৃষ্ণা, দুর্বলতা ও র্শীর্ণতা। প্রচুর পরিমাণ মুত্র, উহার আপেক্ষিক গুরুত্ব অধিক। চর্মের উপর পুরাতন ক্ষত। বহুমুত্রজ ক্ষত। বীজ চুর্ণ করিয়া;১০ গ্রেন মাত্রায় দিনে ৩ বার মুল অরিষ্টও ব্যবহার্য।
সম্বন্ধ : তুলনীয় – ইনসুলিন, ক্লোমগ্রন্থি আমাদের দেহের মর্করা অংশ নিয়ন্ত্রিত করে, ইনসুলিন ঐ ক্লোমগ্রন্থির উগ্রবীর্যের জলীয় দ্রবণ। মধুমেহ রোগে নিয়মিত সময়ে বাব বার প্রযুক্ত হইলে ইহা দ্বারা রক্তে শর্কবার পরিমাণ স্বাভাবিক হয় এবং মুত্রের শর্করা দুর হয়। অতি মাত্রায় প্রযুক্ত হইলে দুর্বলতা, ক্লান্তি কম্পন এবং প্রচুর ঘর্ম-লক্ষণ সুচিত হয়।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।