সিকেলি কর্নুটাম-ক্ল্যাভিসেপ্স পার্পুরিয়া
(Secale Cornutum-Calviceps Purpurea)
চলতি নাম – আর্গট (Ergot)
ডা: ইউলিয়াম বরিক।
অ-রোখাম্বিত অন্তময় পেশীসমুহের সঙ্কোচন উপৎপন্ন করে, সুতরাং ইহাতে সর্বাঙ্গে সঙ্কোচন অনুভুত হয়। ইহাতে রক্তহীনতা, শীতলতা, অসাড়তা, বেগুনীরবর্ণের পীড়কা, বিষাদভাব ও পচা ক্ষত প্রভৃতি উৎপন্ন হয়। কুঞ্চিত চর্ম বৃদ্ধদিগের পক্ষে এবং শীর্ণ, কঙ্কালসার বৃদ্ধ নারীদের পক্ষে উপযোগী। সিকেলী-জ্ঞাপক যাবতীয় উপদ্রবে ঠাণ্ডায় উপশম, কিন্ত সর্বাঙ্গে অতীব উত্তাপের অনুভুতি বর্তমান থাকে। রক্তস্রাব অবিরত, চোয়াইয়া বাহির হয়, পাতলা দুর্গন্ধযুক্ত জলবৎ এবং কাল। দুর্বলতা, উৎকন্ঠা ও শীর্ণতা-যদিও ঐ সঙ্গে যথেষ্ট ক্ষুধা ও পিপাসা বর্তমান থাকিতে পারে। মুখমণ্ডল ও উদরের পেশীগুলি মোচড়াইতে থাকে। সিকেলী ক্লোমরস ক্ষরণ কমাইয়া আনিয়া রক্তচাপ বৃদ্ধি করে (হিন্সডেল)।
মস্তক : অপ্রবল রক্তাধিক্যজনিত বেদনা (মাথার পিছনে হইতে উঠে) তৎসহ বিবর্ষ মুখমণ্ডল। মাথা পশ্চাদ্দিকে আকৃষ্ট হয়। চুল পড়িয়া যায়, শুস্ক এবং সাদা। নাসাপথে রক্তস্রাব, কাল এবং যোয়াইয়া বাহির হয়।
চক্ষু : তারকাদ্বয় প্রসারিত। ছানি রোগের প্রারন্তিক অবস্থা, বৃদ্ধাবস্থায় ছানি রোগ, বিশেষতঃ স্ত্রীলোকের। চক্ষু কোটগত এবং নীলবর্ণ দাগ পরিবৃত।
মুখমণ্ডল : ফ্যাকাশে, কুঞ্চিত, শীর্ণ। খিলধরা মুখমণ্ডলে আরম্ভ হইয়া সর্বাঙ্গে ছড়াইয়া পড়ে। মুখের উপর কালশিরাবৎ দাগ। আক্ষেপিক অঙ্গভঙ্গি।
মুখগহ্বর : জিহ্বা শুষ্ক, ফাটা ফাটা, কালির মত রক্ত বাহির হয়। জিহশ স্লেপারত, পুরু, আঠাল, হরিদ্রাভ, ঠাঙা ও নীলাভ। জিহ্বার অগ্রভাগে ঝি ঝি ধরে, উহা কঠিন। জিহবা স্ফীত ও পক্ষাঘাতগ্রস্ত ।
পাকস্থলী : অস্বাভাবিক রাক্ষসে ক্ষথা; অম্ল দ্রব্য চায়। অতৃপ্ত পিপাসা। হিক্কা, বমনেচ্ছা, রক্ত ও কফি চূর্ণের মত জলীয় বমন। পাকস্থলী ও উদরে জ্বালা, পেট ফাঁপ। বিশ্রী গন্ধযুক্ত উদ্গার ৷
মাল : কলেরার ন্যায় মল, তৎসহ শীতলতা ও খিল ধরা। জলপাইয়ের মত সবুজ, পাতলা, দুর্গন্ধযুক্ত রক্তাক্ত মল, তৎসহ বরফের ন্যায় শীতলতা, কিন্তু আবরণ সহ্য হয় না এবং অত্যন্ত অবসন্নতা। অসাড়ে মল, মন যে বাহির হইতেছে সে অনুভূতি পর্যন্ত নাই, গুহ্যদ্বার সম্পূর্ণ খোলা ।
মুত্র : মুত্রাশয়ের পক্ষাঘাত। নিষ্ফল মূত্রবেগসহ মূত্ররোধ। মূত্রাশয় হইতে কাল রক্তস্রাব । বৃদ্ধ ব্যক্তিদের অসাড়ে মুত্র।
স্ত্রী-জননেন্দ্রিয় : ঋতুশূল, তৎসহ শীতলতা ও উত্তাপ অসহ্য। দূর্বল ও ঋতু বিকৃতিযুক্ত রমণীদের অপ্রবল রক্তস্রাব। জরায়ুতে জ্বালাকর যেদনা। বাদামী বর্ণ দুর্গন্ধযুক্ত প্রদরস্রাব ।ঋতুস্রাব অনিয়মিত, প্রচুর কাল। জলবৎ রক্ত অবিরত চোয়াইয়া বাহির হয়, এই অবস্থা পরবর্তী ঋতুকাল পর্যন্ত থাকিয়া যায়, ৩য় মাসে গর্ভস্রাবের আশঙ্কা (স্যাবিনা)। প্রসবকালে যাবতীয় যন্ত্র শিথিল থাকিয়াও সন্তান বাহির হইবার মত বেদনা দেখা দেয় না। ভ্যাদাল ব্যথা। স্তনদুধের লোপ, স্তনদ্বয় পরিপূর্ণ হয় না। কাল দুর্গন্ধযুক্ত প্রসবান্তিক স্রাব। সতিকা সম্পৰ্কীয় জ্বর, দুর্গন্ধযুক্ত স্রাব, পেট ফাঁপ, শীতলতা, মুত্ররোধ।
বক্ষদেশ : হাশূল। শ্বাসকৃচ্ছতা এবং চাপ বোধ, তৎসহ বক্ষ ও উদর ব্যবধায়ক পেশীতে খিল ধরা। বক্ষে রন্ধকরণবৎ বেদনা। হৃদগ্রস্থানে স্পর্শকাতরতা। বুক ধড়ফড়ানি, তৎসহ সঙ্কুচিত ও সবিরাম নাড়ী।
নিদ্রা : গভীর ও দীর্ঘকাল স্থায়ী। অস্থিরতার সহিত নিদ্রাহীনতা। জ্বর, উৎকণ্ঠাপূর্ণ স্বপ্ন। ঔষধ ও সুরা পানের অভ্যাসহেতু অনিদ্রা।
পৃষ্ঠদেশ : মেরুদণ্ডের উপদাহ। নিম্নাংশে ঝিন ঝিন করা, সামান্য মাত্র আবরণও সহ্য করিতে পারে না। মেরুমজ্জার ক্ষয়। পিপীলিকা হাঁটার ন্যায় সুড়সুড়ি ও অবশতা । মেরুমজ্জার প্রদাহ।
হস্তপদাদি : অত্যধিক তামাকসেবীদের হস্ত-পদের শীতলতা, তৎসহ আঙ্গুলে ঝিন ঝিন করা। কম্পনশীলতা ও টলমল করিয়া চলা। সুড়সুড়ি,বেদনা ও আক্ষেপিক সঞ্চালন। অসাড়তা। হস্তাঙ্গুলি এবং পদদ্বয় নীলাভ, কুঞ্চিত; ছড়াইয়া যায়, অথবা পিছন দিকে বাঁকিয়া যায়, অসাড়। প্রবল খিলধরা। হস্ত পদ বরফের ন্যায় শীতল। আঙ্গুলের অগ্রভাগে প্রবল বেদনা। পদাঙ্গুলিতে ঝি ঝি ধরা।
চর্ম : কুঞ্চিত, অবশ, দাগ দাগ, নীলাভ বর্ণ। রুক্ষ চর্ম ও সদ্যজাত শিশুর শোখ। রেনড্রস রোগ (হস্ত ও পদাঙ্গুলি প্রভৃতির চর্ম-বিকৃতি)। নীলবর্ণ শুস্ক দৃষ্ট ক্ষত (gangrene) ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। শিরা ক্ষত। জ্বালা অনুভূতি, ঠাণ্ডায় উপশম। দেহাংশসমূহ অনাবৃত রাখিতে চায়, যদিও ঐগুলি স্পর্শ করিলে ঠাণ্ডা বোধ হয়। সুড়সুড়ি ও ঝিন্ঝনি। সামান্য কারণ হইতে রক্তপাত হইতে থাকে। যকৃৎস্থানে দাগ দাগ। দলে দলে ফোঁড়া, ক্ষুদ্র, বেদনাদায়ক, উহাদের ভিতর হইতে শক্ত সবুজবর্ণ পদার্থ বাহির হয়; ধীরে ধীরে পাকে। সপর্শ করিলে চর্ম ঠাণ্ডা, তথাপি কোনরূপ আবরণ সহ্য করিতে পারে না। উত্তাপে অত্যন্ত বিরক্তি। চর্মের নীচে পিপীলিকা চলার ন্যায় অনুভূতি।
জ্বর : শীতলতা। চর্ম শীতল ও শুষ্ক। ঠাণ্ডা আঠা আঠা ধর্ম। অত্যন্ত তৃষ্ণা। আভ্যন্তরিক উত্তাপ বোধ।
উপচয়, উপশম –বৃদ্ধি-উত্তাপে, গরম কাপড়ে আবৃত হইলে। উপশম —ঠাণ্ডায়, অনাবৃত থাকিলে, ঘষিয়া দিলে, হাত-পা ছড়াইলে।
সম্বন্ধ : তুলনীয়–আর্গটিন ( ধমনীর স্থলত্বের প্রাথমিক অবস্থা, উহা দ্রুত বাড়িতে থাকে । রক্ত-চাপ বধিত হয়। ২x বিচূর্ণ ব্যবহার করিবে। শোথবৎ স্ফীতি, দুষ্ট ক্ষত এবং রক্তস্রাবী ধূম্র রোগ। লক্ষণ সাদৃশ্যে সিকেলি যুক্ত হইয়াও বিফল হইলে ব্যবহার্য )। পেডিকিউলারিস ক্যানডেন্সিস (মেরুমজ্জার ক্ষয় ও মেরুদণ্ডের উপদাহ ); ব্রাসিকা নেপাস — রেপ সীড় (শোথজ স্ফীতি, কাভি রোগগ্রস্ত মুখগহ, রাক্ষুসে ক্ষুধা, উদরস্ফীতি, নখের পতন, দুষ্ট ক্ষত) ; সিনামন, কলচি, আর্স, অরম মিউর ২x (মেরু- মঙ্গার ক্ষয়); এ্যাগ্রোস্টিমা –কর্ণ-ককল–ইহার প্রধান উপাদান স্যাপোনিন, যাহা দ্বারা প্রবল হাঁচি এবং তীব্র জ্বালাকর আস্বাদ জন্মে; পাকস্থলীতে জ্বালা, ৪ জ্বালা উদরোর্ধ্ব প্রদেশ, গ্রীবা ও বক্ষদেশ পর্যন্ত বিস্তৃত হয় ( শিরঃ ঘূর্ণন, শিরপীড়া, চলাফেরা কষ্টকর, জ্বলা অনুভুতি) উষ্টিলোগে, কার্বো, পিটুইট্রিন (জরায়ু-মুখ প্রসারিত, কিন্ত সামান্য মাত্র প্রসব বেদনা, প্রসব হয় না, মাত্র ই, সি.সি., প্রয়োজন হইলে অর্ধ ঘন্টা ব্যবধানে প্রয়োগ করিবে। প্রসব বেদনার প্রথম অবস্থায়, যোনিকপার্টের পীড়া অথবা বস্থিকোটরের বিকৃতি থাকিলে ইঞ্জেকশন বিধেয় নহে)।
দোষঘ : ক্যাম্ফর, ওপিয়াম।
মাত্রা-: ১ম হইতে ৩০শ শক্তি। হোমিওপ্যাথি মত বিরুদ্ধ প্রয়োগ, জরায়ু সম্পর্ন মুক্ত হইবার পরে সুতিকা ক্ষেত্রে রক্তস্রাব হইতে থাকিলে, জরায়ু সম্পুর্ণ ভাবে সঙ্কুচিত না হইলে অথবা জনায়ুর অসম্পুর্ণ পশ্চাদপসরণহেতু রক্তস্রাব দেখা দিলে, উহার ক্কাথ ১/২ হইতে ১ ড্রাম মাত্রায় প্রয়োগ করিবে। (প্যাগটের সুত্র মনে রাখা কর্তব্যঃ “যতক্ষণ জরায়ুতে কোন কিছু আছে, সে সন্তানই হউক, জনায়ু-কুসুমই হউক অথবা ঝিল্লী বা রক্ত-চাপই হউক, কখনও আর্গট ব্যবহার করিবে না”)।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।