শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

সার্সাপ্যারিলা-Sarsaparilla

আরোগ্য হোমিও হল / ৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৩২ অপরাহ্ন
ল্যাকন্যান্থিস-Lachnanthes
হোমিও বই

সার্সাপ্যারিলা (Sarsaparilla)

চলতি নাম – স্মিলাক্স (Smilax)

ডা: ইউলিয়াম বরিক।

বৃক্ককের শূলবেদনা, রতিজ পীড়া হইতে পুয়ে পাওয়া ও অস্থিবেষ্টে বেদনা। গরম আবহাওয়া এবং টিকা দেওয়ার কুফলে পীড়াকা প্রকাশ, ফোঁড়া, একজিমা। মুত্রযন্ত্র সংক্রান্ত লক্ষণগুলি বিশেষ মুল্যবান।

মন : হতাসা, উত্তেজনা, সহজেই মনঃক্ষুন্ন হয়, বদমেজাজী এবং মনমরা

মস্তক : বেদনায় অবসাদ জন্মায়। দক্ষিণ শঙ্খাস্থি প্রদেশের উপর হইতে চিড়িকমারা বেদনা। মস্ককের পিছন হইতে চক্ষুদ্বয় পর্যন্ত বেদনা। কর্ণ হইতে নাসিকামুল পর্যন্ত কথা প্রতিধ্বনিত হয়। রতিজ রোগ হইতে অস্থিবেষ্টে বেদনা। ইনফ্লুয়েঞ্জা। মস্তক-ত্বক স্পর্শকাতরতা। মুখমণ্ডলে ও উপর ওষ্ঠে উদ্ভেদ। মস্কক-ত্বকে আর্দ্র পীড়কা। মুখমণ্ডলে মামড়ি আরম্ভ হয়।

বায়ো কম্বিনেশন ২৫ (অম্লতা, পেট ফাঁপা ও বদহজম)

মুখগহ্বর : জিহ্বা শ্বেতবর্ণ, উপক্ষতযুক্ত, লালাস্রাব, থাতব আস্বাদ। তৃষ্ণাহীনতা। দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস।

উদরগহ্বর : গড় গড় শব্দ ও উৎসেচন। শুলবেদনা ও পৃষ্ঠবেদনা একই সময়ে আসে। অত্যান্ত অধ্যঃবায়ু। শিশু-কলেরা।

মুত্রযন্ত্র : মুত্র অল্প, পিচ্ছিল, বালুকণাযুক্ত, আঁইশবৎ পদার্থযুক্ত রক্তাক্ত। সুত্রক্রিয়ার শেষে ভীষণ বেদনা। বসিয়া থাকা কালে ফোঁটা ফোঁটা মুত্রপাত মুত্রাধার প্রসারিত ও কোমল। শিশু মুত্রক্রিয়ার পূর্বে ও সময়ে কাঁদে। মুত্র রাকার পাত্রে বালুকাবৎ পদার্থ জমে। শিশুদিগের মুত্রশূল ও মুত্রকৃচ্ছতা দক্ষিণ মুত্রগ্রন্থি হইতে নিন্মদিকে বেদনা। মুত্রাশয়ে কোঁথানি। মুত্র দুর্বল ও সরু ধারে নির্গত হয়। মুত্রনলীতে বেদনা।

আরও পড়ুন – এন – ১৮ (কিডনী ও ব্লাডার ড্রপস)

পুং-জননেন্দিয় : রক্তাক্ত শুক্র নিঃসরণ। জননেন্দ্রিয় অসহ্য দুর্বগন্ধ। লিঙ্গের উপ দশ্রুবৎ পীড়কা। অণ্ডকোষে ও মুত্রাধারে চুলকানি। সিফিলিস শল্কযুক্ত পীড়কা ও অস্থিবেদনা।

স্ত্রী-জননেন্দ্রিয় : স্তনে বোঁটা ছোট, শুকাইয়া ভিতরে প্রবিষ্ট হয়। ঋতুকালে পূর্বে কপালে চুলাকনি ও আর্দ্র পীড়কা। ঋতুর পূর্বে ডান কুঁচকিতে আর্দ্র পীড়কা।

চর্ম : ক্ষীণ, কৃঞ্চিত, ভাঁজ ভাঁজ (এব্রোটেনাম, সেনিকিউলা), শুস্ক, থলথলে। দশ্রুবৎ পীড়কা, ক্ষত। খোলা বাতাসে বেড়াইলে উদ্ভেদ প্রকাশ পায়, শুস্ক চুলকানি, বসন্তকালে আক্রমণ, উহার উপরের মামড়ি পড়ে। হাজা হাতের ও পায়ের চামড়া ফাটিয়া যায়। চর্ম কঠিন, দৃঢ। গ্রীস্মকালে চর্মপীড়া।

হস্ত-পাদাদি : পক্ষাঘাতবৎ ছিন্নকর বেদনা। হস্ত-পদের কম্পন। হস্তা- ঙ্গুলি ও পদাঙ্গুলির পার্শ্বে জ্বালা। আঙ্গুলহাড়া, অঙ্গুলির অগ্রভাগে ক্ষত, নখের নীচে কর্তবৎ বেদনা। বাত, অস্থিবেদনা রাত্রে বৃদ্ধি। হস্তাঙ্গুলি ও পাদাঙ্গুগিলে হাজা, নাকের নীচে জ্বলা। হাতে হাজা, অঙ্গুলির অগ্রভাগের চারিপার্শ্বে ক্ষত (সরিণাম)। নখের নীচে কর্তনবৎ অনুভূতি (পেট্রল)। গণোরিয়ার পরবতী বাতরে বেদনা।

আরও পড়ুন – প্রস্রাব সম্বন্ধীয় লক্ষণ (Urinary Symptoms)

উপচয়, উপশম : বৃদ্ধি –  আর্দ্র আবহাওয়ায়, রাত্রিকালে, মুত্রত্যাগের পর হাই তুলিবার সময়, বসন্তকালে, ঋতুকালে, ঋতুস্রাবের পূর্বে।

সম্বন্ধ : অনুপুরক – মার্ক, সিপিযা।

তুলনীয় : বার্বে, লাইকো, নেট্রামম মিউর, পেট্রল, স্যাস্সাফ্রাস, সৌরুরাস –  গিরগিটির লেজ (মুত্রগ্রন্থি, মুত্রাশয়, প্রষ্টেট গ্রন্থি ও মুত্রনলীর উত্তেজনা। মুত্রক্রিয়া কষ্টকর ও বেদনাযুক্ত। মুত্রাশয়ের প্রদাহসহ মুত্রকৃচ্ছ্রতা), কিউকাবিটা সিট্রোলাস – তরমুজ ( সঞ্চোচন ও পৃষ্ঠবেদনাসহ কষ্টকার মুত্রত্যাগে তরমুজের বীজের ক্কাথ প্রয়োগ করিলে বেদনার উপশম হয় এবং মুত্রপ্রবাহ বদ্ধিত হয়)।

দোষঘ্ন : বেলেডোনা।

মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev