বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

সার্কোমা ও কার্সিনোমার একটি সংক্ষিপ্ত পার্থক্য নির্নয় তালিকা

আরোগ্য হোমিও হল / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

সার্কোমা ও কার্সিনোমার একটি সংক্ষিপ্ত পার্থক্য নির্নয় তালিকা

“হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য”

ডাঃ অরবিন্দ সরকার

সার্কোমা ও কার্সিনোমার একটি সংক্ষিপ্ত পার্থক্য নির্নয় তালিকা :-

সার্কোমা (Sarcoma) ——— কার্সিনোমা(Carcinoma)
১। অরিজিন —– ১) কানেকটিভ টিস্যু —- ১) এপিথেলিয়াম টিস্যু

২। বয়স —— ২)প্রধান জীবনেই বেশ —- ২) সাধারণতঃশেষ জীবনে
দেখা এবং পরবর্তী জীবনে — ৪০ বছরের উর্ধ্বে।

৩। বি- বৃদ্ধি —– ৩) দ্রুত বৃদ্ধি পায়। —– ৩) ধীরে ধীরে বৃদ্ধি পায়।

৪ । ইনটার —- ৪) তান্ডব স্ট্রোমা থাকে —– ৪) কোষময় তন্ত্রসমূহ
সেলুলার বস্তু সমূহ কিন্তু কোন ঝাঝরা বা — মধ্যস্থ রন্ধ্রসমূহ উপস্থিত
রন্ধযুক্ত কিছু উপস্থিত —– থাকে। স্ট্রোমার দ্বারা
থাকেনা। —- সেলসমুহের গ্রুপ সমুহ
— একত্রিত ও পৃথকীকৃত হয়।

৫। সেবাসমূহ —– ৫) প্রত্যেকটি সেল —-= ৫) সেল সমষ্টি সমূহ,
তান্ডব পদার্থের দ্বারা — সংশ্লিষ্ট টিস্যু স্ট্রোমার দ্বারা
পৃথক করা হয়ে থাকে। — পৃথক করা হয়ে থাকে।

৬) রক্তনালী —- ৬) অসংখ্য এবং —— ৬। রক্তনালী সমূহ স্ট্রোমার
এমব্রায়োনিক এবং — দ্বারা নির্দিষ্ট হয় যা সেল
(এন্ডোথেলিয়ান মধ্যে — সমষ্টি সমূহকে পৃথক করে ।
রক্তের স্থানের হীনতা) —
এবং রক্ত নালীর ——-
দেওয়াল সমূহ টিউমার —-
সেল সমূহ দ্বারা ——
আক্রান্ত হয়। ——-

৭। বিস্তার —– ৭) স্বভাবতঃ ——– ৭)স্বভাবতঃ লিম্ফ্যাটিক
হেমাটোজেনাস। —- দ্বারা বিস্তার লাভ করে।

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev