সাবনাইট্রেট অব বিসমাথ (SabNitrate of Bismuth)
চলতি নাম – বিসমাথম (Bismuthum)
ডা: ইউলিয়াম বরিক।
অম্লনলীর উত্তেজনা ও সদিজ প্রদাহ উৎপন্ন করাই এই ঔষধটির বিশেষ ক্রিয়া।
মন : নির্জনতা অসহ্য। লোকসঙ্গ চায়। নিজের অবস্থা সম্বন্ধে দুঃখপ্রকাশ করে। উৎকণ্ঠা অসন্তোষ।
মস্তক : শিরঃপীড়া ও পাকাশয়িক শূল পর পর আসে। স্নায়বিক বেদনা যে সাঁড়াশি দ্বারা ছিঁড়িয়া লওয়া হইতেছে। স্নায়ুশূলে মুখমণ্ডল ও দন্ত আক্রান্ত হয়, আহারে বৃদ্ধি ও ঠাণ্ডায় উপশম। এই লক্ষণ ও পাকশায়িক শূলব্যথা পর্যায়ক্রমে একের পর অপরটি উপস্থিত হয়। দক্ষিণ অক্ষিকোটরে কর্তনবৎ বা পচাপনবৎ বেদনা, ঐ বেদনা মস্তকের পশ্চাভাগ পর্যন্ত বিস্তৃত হয়। মাথার পিছনে দিকে চাপ বোধ, সঞ্চালনে বৃদ্ধি, তৎসঙ্গে ভার ভার বোধ।
মখগহ্বর : দন্ত মাড়ি স্ফীত, দন্তশূল মুখে ঠাণ্ডা জল রাখেলে উপশম (কফিয়া)। জিহ্বায় সাদা লেপ, স্ফীত। জিহ্বার পার্শ্বে ও নীচে কালবর্ণ পচনশীল ছেনি দিয়া কাটার মত ক্ষত। প্রচুর লালাস্রাব। দাঁতগুলি আলগা। শীতল পানীয়ের আকাঙ্খা।
পাকস্থলী : আক্ষেপজনক শ্বসরোধ ভাব ও বেদনার সহিত বমন হয়। জল পাকাশয়ে পৌঁছিবামাত্রই বমি হইয়া যায়। জলপানের পরই উদ্গার উঠে। সর্বপ্রকার তরল দ্রব্যই বমি হইয়া বমি হইয়া যায়। জ্বলা, মনে হয় একটা ভারী জিনিষ চাপান আছে। কয়েকদিন আহার করে, তার পর বমন দেখা দেয়। দুর্গন্ধ উদ্গারসহ ধীর পচনশক্তি। পাকাশয়-শূল বেদনা উদর হইতে পৃষ্ঠ পর্যন্ত ধাবিত হয়। পাকাশয় প্রদাহ। শীতল পানীয়ে উপশম কিন্ত পাকস্থলী পূর্ণ হইলেই বমন।
জিহ্বা : জিহ্বা লেপাবৃত, মিষ্ট, ধাতব স্বাদ। পাকস্থলীতে অবর্ণনীয় ব্যথা পিছন দিকে বাঁকিয়া যাইতে বাধ্য হয়। বিশেষ একটি স্থানে ভারী দ্রব্য চাপানর মত ভার বোধ, পরক্ষণে জ্বলাকর, খিল ধরা বেদনা এবং মুখ দিয়া জল উঠো
মল : বেদনাহীন উদরাময় তৎসহ প্রবল পিপাসা, তৎসহ মাঝে মাঝে প্রস্রাববেগ এবং বমন। তলপেটে থিমচান ব্যথা এবং গড় গড় শব্দ।
শ্বাসযন্ত্র : বক্ষ ব্যবতায়ক পেশীতে খিমচান ব্যথা, উহা তেরছাভাবে বক্ষ পর্যন্ত প্রসারিত হয়। হৃৎশূল, হৃৎপিণ্ড-বেড়িয়া বেদনা, বাম বাহু ও অঙ্গুলি পর্যন্ত নামিয়া আসে।
হস্ত-পাদাদি : হাতে পায়ে খিল ধরে। কজ্বিতে ছিড়িয়া ফেলার ন্যায় ব্যথা। দক্ষিণ বাহুর পক্ষাঘাতিক দুর্বলতা। নখের নীচে আঙ্গুল ছিঁড়িয়া ফেলার ন্যায় বেদনা (বার্বেরিস)। পায়ের দীর্ঘাস্থির নিকট পদসন্ধির পশ্চাদিকে চুলকাইতে চুলকাইতে ক্ষত দেখা দেয়। হাত পা ঠাণ্ডা।
নিদ্রা : কামোদ্দীপক স্বপ্ন জন্য অস্থির নিদ্রা। প্রাতঃকালে এবং আহারের পরে কয়েক ঘন্টা নিদ্রালুতা।
সম্বন্ধ : দোষঘ্ন : নাক্স, ক্যাপ্সি, ক্যাল্কে।
তুলনীয় : এন্টিমনি, আর্স, বেলেডোনা, ক্রিয়োজোট।
মাত্রা : ১ম হইতে ৬ষ্ঠ শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।