বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

সাধারণ ক্যান্সার

আরোগ্য হোমিও হল / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৮:৫২ অপরাহ্ন
হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ক্যানসার বইয়ের সূচি পত্র

সাধারণ ক্যান্সার (General Cancer)

হোমিও চিকিৎসায় ক্যানসার আরোগ্য
ডা: অরবিন্দ সরকার

আমি এই পুস্তকে বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে লিখছি। এর পরেও দেখা যায় লক্ষণ ভেদে কিছু ঔষধ কাজ করে সাধারণ ক্যান্সারের উপর। তাই নিম্নে কিছু ঔষধ লক্ষণ ভেদে, ব্যবহারের জন্য দেওয়া হইলঃ-

একোনাইটাম-রেড (Aconitum Red) :– ইহার শক্তি উপশম দিতে পারে অত্যাধিক যন্ত্রনা, দুঃখ কষ্ট, ক্যান্সার রোগীর আঘাত করার যন্ত্রনার ঘটনায়, যখন ওপিয়াম, মর্ফিয়া, ইত্যাদি দ্বারা চামড়ার নিচে ইনজেকশন দিলেও পারে না সাহায্য করতে। একোনাইট শাস্তি দেয় যন্ত্রনার, স্নায়ুবিক উত্তেজনা প্রশমিত করে এবং অত্যন্ত প্রয়োজনীয় ঘুমের জন্য ঈশ্বরের দয়ার জন্য প্রার্থনা করে। এটি প্রথম দিতে হবে আধাফোটা মাত্রায় মাদার টিংচার এবং আস্তে আস্তে বাড়ায়ে ২ ফোটা মাত্রা পর্যন্ত অথবা ৩ ফোটা প্রতিমাত্রায় সেবন করতে পারে। (ডাঃ রুডক)।

এলুমিনা (Alumina) :- আত্মজ্ঞান গুলাইয়াফেলে তাহার নিজস্ব পরিচয়। সময় ধীরে ধীরে যায়। আবেগে দেখে তীব্র অস্ত্র এবং রক্ত ইত্যাদি তাকে মেরে ফেলবে। (ডাঃ চূগা)।

আর্সেনিক (Arsenic) :- এই আরোগ্যকারী সদৃশ্য সাধারন দৃশ্যমান বস্তু ক্যানসারের প্রবণতায়, যদিও বায়াসের চিহ্নের মাধ্যমে আমাদের অন্য আরোগ্যকারী আছে যাহা আরও শক্তিশালী ক্যানসারের উপর যদি নিদের্শীত হয়। ইহা সর্বদা বলা হয় এটির বিশেষত্ব সুনির্দিষ্ট লিউপাসের জন্য। ইহার প্রয়োজন যে কোন ধরনের টিউমারে যাহা ক্যানসার হউক বা না হউক, যদি সেখানে তীব্র জ্বালা এবং তীরবেঁধা যন্ত্রনা থাকে, দুর্বলতা এবং দুর্বল এবং সাধারণ আর্সেনিকের লক্ষণ জানা অতিব ভাল। অন্য কথায় রোগীর চিকিৎসা করা হয়, রোগের নয় । (দে)

বায়ো কম্বিনেশন ২৫

আর্সেনিক হয় বিশ্ময়কর উপশমকারী ক্যানসারের পীড়াতে, ঐরূপ যদি ঘটে জরায়ুর মধ্যে এবং স্তনের গ্রন্থিসমূহে, জ্বালা, হুলফুটানো যন্ত্রনা সবই অদৃশ্য হয়ে যায়। অনারোগ্য ঘটনাতে অবশ্যই ইহা হয় অদ্বিতীয় উপশমকারী। (কেন্ট)।

উদ্বেগ, অথবা দুঃশ্চিন্তা ইহাকে নিয়া যায় অস্থিরতার দিকে এবং শায়িত করে ফেলে বিছানায়, উদ্বেগে এবং অস্তিরতায়। (ডাঃ চূগা)।

অত্যন্ত অদ্ভুত মূল্য আর্সেনিকের বহুকেসে যার স্বাক্ষী বা প্রমান রয়েছে। এই ঔষধের প্রয়োজনীয়তা পুনঃ পুনঃ পরিষ্কার করিয়া বলা যায় পুনরুদ্ধার করে এবং রক্ষা করে রোগীর সাধারণ শক্তি। আর্সেনিকের নিম্নশক্তির ডায়লুশন দেখা যায় প্রচুর উপশমকারী। (সুন্দরাধন)।

ব্যাপটেসিয়া (Baptisia) : এটি প্রয়োজন ক্যানসারের শেষ অবস্থায় যখন যেখানে দূর্গন্ধ নির্গত হয়। হত চেতন অবস্থা, বিস্তার অনুভব অথবা চারিদিকে ছড়ানো অনুভব এবং পাকস্থলী ভয়ানক অবসন্ন এবং দূর্গন্ধ স্বাস প্রশ্বাস হয় ইহার নিদর্শন। (ডাঃ চূগা)।

ব্যারাইটা-কার্বোনিকা (Baryta Carbonica) :- যদি ফেটি টিউমার হয় সেখানে বিশ্বস্ততার সহিত ভবিষ্যত বলা যাবে যে, এই ঔষধে আরোগ্য হবে টিউমার, শরীরের যে কোন জায়গায় হউক। এই টিউমার অত্যন্ত পুনঃ পুনঃ হয় সেই ব্যক্তির যে মদ পানে অভ্যস্ত। আমি ব্যবহার করি ব্যারাইটা কার্ব ২০০ শক্তি এবং সেখানে ১টি রোগীতেও অকৃতকার্য হইনাই। চেষ্টা করুন প্রথম ভাগ্য পরীক্ষা করার, দেখবেন ফল মিলবে।
(টি, এস, হনি)।

আরও পড়ুন – কেন্ট ১২ (অনিয়মিত মাসিক রোগে কার্যকর)

ব্যারাইটা কার্ব আরোগ্য করতে পারে ফেটি টিউমার, ইনসিষ্ট টিউমার, লাম্প, বাহিরের দিকে বিবৃদ্ধি টিউবার- কুলার চরিত্রের সার্কোমা এবং পারে যন্ত্রনা লঘু করতে এবং ভোগ করা এবং আজীবন ক্যানসার এর পীড়া চললে এবং পিঠের উপর ফেটি টিউমার। অনেকবার রোগী বলে ডাক্তার তুমি কি আমার পিঠের ফেটি টিউমার লইতে মনস্থ কর? দৈবাৎ আমি জানি না তাহার এটি ছিল। একজন হোমিও চিকিৎসক কিসের জন্য যে তিনি টিউমারটির চিকিৎসার ব্যবস্থা পত্র করে না এবং চিন্তা করে, ইহার জন্য সামান্য এবং দেয় ধাতুগত ঔষধ এবং যদিও তাহা অদৃশ্য হয় অনেক পরে। (কেন্ট)।

বেলিস পেরিনিস (Belis- Perennis) :- ইহা আরোগ্য করে বিভিন্ন ধরনের ক্যানসার যার উৎপত্তি প্রহার, পতন এবং ট্রমা (Trauma) হইতে। ইহার কারণে ঘুমবন্ধ, জাগরিত হয় রাত ৩টায় এবং পুনঃ জাগরিত হয় খুব সকালে এবং পারেনা পুনঃরায় ঘুমাতে। ইহাই নির্দেশিত নিদর্শন এই ঔষধ ব্যবহারের।
(লিলিয়েস্থাল)

বিউফো (Bufo) :- হতাশা ব্যাঞ্জক তীব্র দূর্গন্ধযুক্ত ক্যানসার। ইহা সড়াইয়া দেয় দূর্গন্ধ। (ডাঃ চূগা)

ক্যাডমিয়াম-সালফ (Cadmium Sulp) :- তুমি যখন পাবে ক্যানসার এর রোগী জ্বালা যন্ত্রনা, শায়িতকর অবস্থা বা শক্তি হ্রাস এবং বমি করে ক্যাডমিয়াম এস ১ সপ্তাহে উপশম দিবে। আমি দেখেছি বেদনা নাশকে উপশম দিলেও পেটে কিছুই থাকেনা, সে ক্ষেত্রে এই ঔষধ উপশম দেয়। গ্যাষ্ট্রিক উত্তেজনা সহ কার্সিনোমা এর ইহা প্রধান আরোগ্য দায়ক ঔষধ এবং উপশম কারী কফি রং এর বমিতে। (ডাঃ আর, বি, দাস)।

ক্যাডমিয়াম-সা হয় একটি বিষঘ্ন অথবা বিষনাষক রেডিয়ামের জ্বালাতে যখন রেড়িয়েশন দ্বারা কার্সিনোমার চিকিৎসার করা হয় থাকে। ১ এম শক্তি দিবে। (ডাঃ আর, বি, দাস)।

অতিরিক্ত অভিজ্ঞতা আমার আছে ক্যাডমিয়ামের ব্যবহারে প্রস্তুতিতে অধিকন্তু বিশ্বাস জন্মায়, আমি তাহার অত্যাবশকীয় প্রয়োজন দেখেছি ক্যানসার এর ক্ষেত্রে। (ডাঃ গ্রাইমার)।

আমি বিশ্বাস করি যে কোন অগ্রগামী কার্সিনোমার ক্ষেত্রে ক্যাডামিয়াম-এস এর প্রয়োজন। কিছু অবস্থা, নির্ভর- শীল, বিশেষ লক্ষণ, উপরে বিশেষ আরোগ্যের পূর্বেই ফলাফল দেখা দেয় । (ডাঃ গ্রাইমার)।

ক্যালকেরিয়া আর্সেনিকাম (Calcaria – Arsenicums ) :- প্যানক্রিয়েটিক রোগ। উপমশ দেয়া জ্বালার, যন্ত্রনার, প্যানক্রিয়াসের ক্যানসার।

আরও পড়ুন – অ্যাডাল-২১ (প্রোস্টেট বৃদ্ধি)

ক্যালকেরিয়া কার্বোনিকাম (Calcaria – Carbonicum) :– এটি গ্রন্থি সমূহের শক্ত অবস্থায় আরোগ্য দিতে প্রয়োজনীয় । ম্যালিগন্যান্ট বৃদ্ধিতে এবং ম্যালিগন্যান্ট আলসারে যার শক্ত প্রসস্ত মূল থাকে এটি সেক্ষেত্রে বিশ্বয়কর উপশম দিতে ব্যবহার্য। ক্যানসার পীড়ায় যেখানে ১৬ মাসে মৃত্যূ হয়, রোগী ৫ বৎসর বাঁচিবে যদি ইহা প্রকাশিত হয় অথবা নির্দেশিত হয়। আবার কখনও যদি অনুমান করা যায়,ক্যানসারাস বৃদ্ধি। ক্যানসার পীড়া যেখানে জ্বালা যন্ত্রনা তীব্রকর সেখানে ক্যালকেরিয়া আরোগ্য দিয়েছে, অনেক টিউমার ফ্যাটি এবং সিস্টিক সেখানেও এটি আরোগ্য দায়ক, যদি লক্ষন দেখা যায়। এটি ব্যবহার হয় এর বিশেষ চরিত্রের উপর। যেমন সহজে ঠান্ডা, পায়ে ও মাথায় খুব ঘাম, সমস্ত স্রাবেই প্রচুর পূজ, পচা ও সাদা দুধের মত। গ্রন্থির, পীড়াতে, ম্যালিগন্যানসিতে ব্যবহৃত হয় ।

কার্সিনোসিন (Carcinosin) :- রূপান্তর সমস্ত ক্ষেত্রে যেখানে ক্যনসার এর ইতিহাস রয়েছে যা প্রকাশ করতে পারে অথবা লক্ষন প্রকাশ করে রোগ বর্তমান ।
(যে,এইচ,ক্লার্ক)

কস্টিকাম (Causticum) :- পক্ষাঘাতের মত দুর্বলতা হয় প্রধান নিদর্শন। আশা শূন্য এবং পরে ভাবী অমঙ্গলের পূর্ব সূচনা যাহা কিছু একটা ঘটতে যাচ্ছে। (ডাঃ চূগা)।

কলচিকাম (Colchicun) :- মাংস পেশির অবস্থা অত্যন্ত শিথিলতা, ইউরিক এসিডের প্রবনতা, তলানি হলদে ধূষর বর্ণ এবং বরং ময়দার মত, বালির অপেক্ষা। প্রস্রাব কালো, কালির মত রং। প্রস্রাবে বোঝাই এলবুমিন এবং কাষ্ট। খাদ্যের গন্ধে বমি অথবা খাদ্য খাওয়ার চিন্তায় বমি। আক্রান্ত পাশে শক্তিহীনতা । চলাফেরায় বৃদ্ধি । (ডাঃ চূগা)।

ক্রোকাস-স্যাটাইভা (Crocus-Sativa) :- নালীক্ষত পূর্ন টিউমার এবং রক্ত ক্ষরণ; রক্তকালো এবং ঝুলে থাকে লম্বা দড়ির মত।

কুন্ডুরাঙ্গো (Condurango) :-ইহা অত্যন্ত ফলদায়ক উন্মুক্ত ক্যানসারে অথবা ক্যানসারের ক্ষতে, সেখানে ইহা ফল
স্বরূপ নিয়ন্ত্রন করে তীব্র যন্ত্রনা। এপিথেলিয়াম ক্যানসার নিচের চোখের পাতায়, বাম পার্শ্বে নাকের, ঠোঁটের কার্সিনোমা, অস্বচ্ছ এবং সাইনাস আলসার, চারিদিকে ফোলা এবং শক্ত, জ্বালা যন্ত্রনা। ঠোঁট উলটানো, যন্ত্রনা দায়ক, ফাটা মুখের কোণাতে, চিবুকের ক্ষতে, গালের ছিদ্র চিবুকের ক্ষুদ্র মাংস পিন্ড । (লিলিয়েস্থাল)।

ইকাইনেসিয়া (Echinacea) :- ম্যালিগন্যান্সির প্রবণতা তরুন এবং আধাতরুন শান্তিভঙ্গে (Disorder) । ক্যানসারের শেষ অবস্থায় যন্ত্রনা আরামের জন্য। বিরক্তীকর নির্গত, কৃষতা সহ এবং অত্যান্ত দুর্বলতা । (বরিক)।

আরও পড়ুন – আর ১৭ টিউমার ড্রপস

ইলেকট্রিসিটিস (Electricitis) : ভারীবোধের অনুভূতি, তাহার বুক এবং কাধ মার্বেল এর মত আরোগ্যের প্রকৃতি প্রকাশিত ইহা উপযোগী ক্যানসারে ।
(ডাঃ চূগা)।

ইওসিন (Eosin) :- এটি আরোগ্য করে ক্যানসার। জ্বালা করে চর্মের নানান অংশে, স্থান পরিবর্তন, সূচালু বস্তুর দ্বারা চাছিয়া ফেলার যন্ত্রনা উমশমিত। হাতের তালু লালচে। লালচে, জ্বালা এবং অবশতা জিহ্বার । (বরিক)

ইউফরবিয়াম (Euforbium) :- ডাঃ কেন্ট অত্যন্ত সাফল্য লাভ করেন, ইউফরবিয়াম দিয়ে উপশমকারী হিসেবে ক্যানসারের জন্য। অনেক সপ্তাহের জন্য আমি ছিলাম একটি কক্ষে, পরের কক্ষে ছিল একটি ক্যানসার রোগী তাহাকে পরীক্ষা করতে। এটি তাড়াতাড়ী উপশম দেয় শুধু তাই নয় পীড়ার প্রকোপ, তীব্র যন্ত্রনা এবং দূর্গন্ধ দূর করে। (ডাঃ কেন্ট)

ফেরাম-পিত্রীকাম (Ferum-picricum) :- ক্যানসার ক্লান্তির জন্য যে কোন অঙ্গের, কৃষ্ণকেশ, রক্তে লাল কণিকার আধিক্য হেতু শারীরিক অসুস্থ লোক। অনুভূতি যেন আঁচিল বৃদ্ধি পাইতেছে বৃদ্ধাঙ্গুলের উপর। (ডাঃ চূগা)

ফুরিকাম এসিডাম (Fluoricum acidum) :- ইহা উপশমিত ঠান্ডা প্রয়োগে । সর্বক্ষন অত্যান্ত শক্তিশালী ইচ্ছা উন্মুক্ত বাতাসে হাটতে। (ডাঃ চুগা)

হিসপিডুলা-জি (Hispidula-G):- ক্যানসারের প্রবনতা মুক্ত করতে সমর্থ আছে। মাদার টিংচার সুপারিশ করেন। (ডাঃ চূগা) ।

হাইড্রাসটিস (Hydrastis) :- এটি সম্পূর্নরূপে সুস্থকর, আরোগ্যদায়ক এবং ক্যানসারের বলকারক । তিনি উদৃত করেন যে এটি ক্যানসারের চিকিৎসায়ও যে কোন ঔষধের চেয়ে শ্রেষ্ট। এটি ক্যানসারের পূর্ববস্থাও চমৎকারভাবে ব্যবহার যোগ্য, একটি সময় অসুস্থ সীমা নিরুপন করে স্বাস্থ্য ব্যাতিত যে কোন দর্শন যোগ্য বা ইন্দ্রিয়গ্রাহ্য বা পৃথক করা নতুন বৃদ্ধিতে । (ক্লার্ক)

হাইড্রাসটিস সদৃশ্য ক্যানসারের প্রবনাতয়। জীর্ন শ্রান্ত দেখতে, পিঙ্গল বর্ণ বিশিষ্ট গাত্রবর্ণ, হীন জীবনীশক্তি, খাদ্যে অনিহা, কোষ্ঠবদ্ধতা, আরও ক্ষতের প্রবনতা, ইহা মুক্ত করে

লিউপাস, এপিথেলিওমা এবং ম্যালিগন্যান্ট ক্ষত। পাকস্থলীর টিউমার এবং পাইলোরাস অদৃশ্য হয়, হাইড্রাসটিসের ব্যবহার নিম্ন যাত্রায় চলতে থাকলে।
(দ)

কিছু সংখ্যক ক্যানসার রোগ যেমন লিভার। জরায়ু, স্তন এবং শরীরের অন্যান্য অথবা যে কোন অংশ হাইড্রাস এর দ্বারা নিরাময় হয়। (চৌধুরী)
ইহা ক্যানসারের পূর্ববস্থায় আরোগ্য করতে অত্যন্ত উপযোগী যখন যেখানে অদ্যাপি বৃদ্ধি হয়নি। ডাঃ এ,সি ক্লিপট বর্ণনা করেন ক্যানসার এর পূর্বাবস্থায় হাইড্রাস কি প্রকারে ব্যবহৃত হয়, তাহা নিম্নে দেওয়া হইলঃ-

১। ডিসপেপসিয়া (Dispepsia) :- মুখের ভাব অনুভূতিহীন ভারী অথবা অলস, দেখতে সম্পূর্ন শিক্ত, হলদে সাদা রং এর। জিহ্বাটি থল থলে এবং এটেল মাটির মত দেখতে, নিলচে সাদা জিহ্বার ময়লার নিচে এবং দাঁত দিয়ে খাজ কাটা। ঢেকুর সাধারণত টক এবং মাঝে মাঝে পচা। ক্ষুধা মন্দা বিশেষতঃ রুটি এবং সবজ্বি। হজম ক্ষমতা দুর্বল এবং এই কারণেই ঢেকুর। পাকস্থলীতে ভারবোধ, সম্পূর্ন ভর্তী মনে হয়, খালিবোধ বিরামহীন বেদনা, ক্ষীনতা, দুর্বল অনুভব। বৃদ্ধি খাদ্যের পর। অস্ত্রের কাজ হয়ত বিরল কোষ্ঠবদ্ধতাসহ অথবা প্রায়ই করা হয়, পাতলা, নরম, উজ্জ্বল রং এর পায়খানা। টিংচার এবং নিম্ন শক্তি বিশেষ উপযোগী এই ধরনের বদহজমের জন্য। “প্রতিরোধ ভাল রোগ মুক্তির চাইতে” । আমরা কেন ক্যানসারের পূর্বাবস্থাকে গ্রহণ করব, বৃদ্ধি করতে ক্যানসারের ভয়ানক অবস্থা? ইহাই বুদ্ধিমানের কাজ সতর্ক
হওয়া, ইহার বহুদেরী হওয়ার পূর্বে। সম্পূর্ণতা, দুর্বলতা এবং কোষ্ঠবদ্ধতা হয় নির্দেশিত নিদর্শন হাইড্রাসটিসের ক্যানসার অথবা অন্য যে কোন রোগে। (ডাঃ চুপা)।

আরও পড়ুন – বাধক বেদনায় হোমিওপ্যাথিক চিকিৎসা

আমার উচিৎ প্রতিযোগিতা করা, আমার নিজের অভিজ্ঞতা দ্বারা যে আমি জানি হাইড্রাসটিস এর দ্বারা চিকিৎসা অত্যন্ত ভাল এই ভয়ানক রোগের জন্য। সাধারণতঃ ইহা উন্নতি করে ক্ষুধার এবং রোগীর অবস্থা। ইহা ব্যবহারে পার চর্মের রং বদলায় এবং রক্তের অবস্থার উন্নতি করে। (ডাঃ গুটারিজড) আইডোফরম (lodoform) :- ঘুমের সহসা ব্যাঘাত সৃষ্টি করে দীর্ঘ নিশ্বাস ফেলিয়া দুঃখ প্রকাশের দ্বারা এবং বৃদ্ধি স্যাত স্যাতে আবহাওয়ার পর এবং গরম আবহাওয়া, ইহা হয় নিদর্শন, ক্যানসার অথবা অন্য যে কোন রোগে। (ডাঃ ভূপা)।

ইগ্লেসিয়া (Ignatia) : ফুর্তীর দ্রুত পরিবর্তন এবং মেজাজের, ক্রন্দনরত, রোগী যাহাকে তাহাকে ক্রোধ প্রকাশ করে, আন্তরিকতা দেখায়, অথবা প্রচন্ডতা কাউকে মানেনা। অসস্তিকর ঠান্ডার রোগী। দমনীয় অথবা গভীর দুঃখ, লম্বা টানা দীর্ঘনিশ্বাস । (ডাঃ ভূগা)।

ইস্কাডর (Iscador) :- ইহা সম্ভবপর হয়েছিল দেখাতে একটি তালিকা তীব্র স্ত্রীরোগ এর যাহা ইকাত্তরের চিকিৎসায় অসামান্য প্রভাবে অগ্রগামী, প্রত্যার্পন এবং রোগীর নিরাময় করে। বর্তমান বর্ষের একটি প্রধান আবিষ্কার নিঃসন্দেহে যে যদি কোন টিউমার বর্তমান থাকে, ইস্কাডর অবশ্যই ব্যবহার করবেন, অবিরত ২য় অথবা ৩য় দিন, শক্তিক্রম ৪,৩,২ প্রুবিং বিশেষভাবে উপযোগী। (ডাঃ লেরোল ভন)

কেলি-আয়োডেটাম (Kali-Iodatum) :- এই ঔষধের উচ্চ শক্তি(C.M) অদৃশ্য করে টিউমার এবং দীর্ঘস্থায়ী গুটি (Nordules) ।
(সুন্দরাধন)।

কেলি- ফসফরিকাম (Kali – Phosphoricum) :- ডাঃ এল,জি, জোন্স বলেন যে তিনি দেখেছেন এটি একটি উপযুক্ত আরোগ্যকারী যখন একটি ক্যানসার সরানো হয় এবং যখন ইহার হিলিং শুরু হয়। ইহার ৩x শক্তি প্রতি ৩ঘন্টা পর পর দিতে বলেন। এই ঔষধ সাইলিসিয়ার সাথে পরিবর্তিত অবস্থায় দিতেও বলেন। স্নায়ু দুর্বলতা উৎপন্ন অতিরিক্ত যৌন উত্তেজনা হইতে যদি প্রশ্রয় দেয় অথবা দমন করে ইহা ভাল নিদর্শন । (ডাঃ চূগা)।

আরও পড়ুন – এন – ০৭ (লিভার ও গলব্লাডার ড্রপস)

ল্যাক-ক্যানাইনাম (Lac – Caninum) :- পার্শ্ব পরিবর্তন। উপরিভাগে প্রদাহ, জল জল করে, সাপ সম্বন্ধে বিভ্রান্তি অথবা সাপের সম্বন্ধে নানা স্বপ্ন দেখে, অনুভূতি চিন্তা হীনতা এবং কল্পনায় সে দেখে যে কোন লোক নাক ছাড়া, এই হয় ইহার বৈশিষ্ট্য । (ডাঃ চূগা)।

লাইকোপারসিকাম (Lycopersicum) : জনপ্রিয় বিশ্বাস যেখানে টমেটো খেলে ক্যানসার হয়। যেই জন্য ইহা প্রমানিত, ক্যানসার উপযোগী । (ডাঃ চুগা)।

ম্যালানড্রিনাম (Malandrinum) :- ক্যানসারের ধংসাবশেষ যাহা জমা করা থাকে উহা পরিষ্কার করতে ফল উৎপাদক (Cooper)। (রবিক)

মেডোন্ত্রনাম (Madorrhinum) :- ক্যানসারে পূর্ব নির্দিষ্ট বংশগত কারণ গনোরিয়া, বৃদ্ধি সূর্যোদয় হইতে সূর্যাস্তবিশেষত ৩টা হইতে ৪টা এ,এম। ওভারিয়ান টিউমার, পূর্ব নির্দিষ্ট গুপ্ত গনোরিয়া, স্বামী থেকে স্ত্রীতে । (ডাঃ ভূগা)

মেজেরিয়াম (Mezereum) :- প্রধানতঃ কৃষতা, মুখমন্ডলের মাংসপেশি টানিয়া ধরা দড়ির মত। সর্বক্ষণ বমি করে, চকলেট রং এর বস্তু, গলার মধ্যে প্রচুর জ্বালাসহ। তীব্র বমির ইচ্ছা সঙ্গে থাকে মৃত্যু যন্ত্রনাসহ, ঘুম হীনতা এবং অত্যন্ত ক্লান্তি। অনমনীয় কোষ্ঠবদ্ধতা । শক্ত মাংশ বৃদ্ধি ইপিগ্যাসট্রিক প্রদেশের মধ্যে। জ্বালা অস্বাভাবিক, খাদ্যে উপশম। সন্ধ্যায় এবং দুপুরের পর কুকুরের ক্ষুধা । (টি, এস, লায়ার)

মর্ফিনাম (Morfinum) :-মাথা সামান্য নরা চরায় ঘুরায় । আকস্মিক স্নায়ুবিক যন্ত্রনা, আকস্মিক মুর্ছাসহ। উপযোগী হয় ঐরূপ ক্যানসারে যাহাতে ওপিয়াম অথবা অন্য অবশকারক ঔষধ ব্যবহার করা হইয়াছে, যন্ত্রনা কমানের জন্য । (ডাঃ চুগা)

ন্যাট্রাম-কার্বলিকাম (Natrum Carbolicum) :- হাইপো কন্ড্রিয়াকাল, মেজাজ কমানো, “সেই অবস্থাগত খাদ্য যাহা ডুডেনামের মধ্য দিয়ে অতিক্রম করে” বদহজম বৃদ্ধি হয় সজি এবং চর্বি জাতীয় খাদ্যে এই হয় নিদর্শন এই ক্যানসার আরোগ্যকারীর। (ডাঃ চূগা)।

ন্যাকট্রিনিনাম (Nactrininum):- এটি যখন ক্যানসার রোগীকে ব্যবহার করনো হয় তখন ইহা কমায় অথবা বন্ধ করে রক্তক্ষরণ। দমন করে দূর্গন্ধ নির্গত এবং ইপিডার্মালাইজেশন এর নিউপ্লাজমের প্রবনতা অনুরূপ মিলসহ চমৎকার নির্ভুলভাবে আটকায় ক্রমবিকাশ। (ক্লার্ক)

নাইট্রিকাম এসিডাম (Nitricum Acidum) :- প্রতি স্পর্শের কারণে কাঠের চেলা ঢোকান যন্ত্রনা এই ঔষধের প্রধান চিহ্ন। ইহার, আসক্তি মুখে ও গুহ্যদ্বারের এই স্থান হইতে মুক্ত হয় ক্যানসার, যদি ইহার বিশেষত্ব দেখা যায়। নাইট্রিক এসিডের প্রস্রাবে তীব্র ঝাঝাল দূর্গন্ধ, “ ঘোড়ার প্রস্রাবের মত।” ইহা বিষয় উত্তেজক পারদ দোষের। ইহা আরও উপযোগী আরোগ্যকারী সাব-ম্যাক্সিলারী গ্রন্থির ফোলা, যন্ত্রনা, শক্ত স্কিরাস জাতীয় ক্যানসার। (ডাঃ চূগা)।

আরও পড়ুন – আর ১৭ টিউমার ড্রপস

প্যারাফিন (Paraffinum) :- ছুরি ঢোকানোর মত, বিদ্যুৎ স্পর্শের মত যন্ত্রনা। পাকস্থলীর মধ্যে যন্ত্রনা, পরিবর্তন সহ, যন্ত্রনা গলাতে এবং মেরুদন্ডে। (ডাঃ চূগা)

পেনিসিলিন (Penicillin) :- (হোমিও পেনিসিলিন) এটি দেখা যায় উপযোগী ক্যানসারে যখন সেখানে প্রচুর শক্ত এবং পাকিয়া পূজ হওয়ার প্রবনতা, তীব্র যন্ত্রনাসহ এবং পূজ হওয়া এবং পচন অবস্থা যখন এলোপ্যাথিক ইনজেকশন দেওয়া হয় রোগীকে । (ডাঃ চূগা)।

পিক্রীকাম-এসিডাম (Picricum Acidum) :- ক্যানসারে শুকাইয়া যাওয়া, ভেইন কোঠরাগত এবং ক্ষুদ্র, রোগের বৃদ্ধি বাম পাশে বা দিকে। উজ্জ্বল হলুদ রং এর চর্ম এবং প্রস্রাব। বেদনা বিভিন্ন অংশে এবং মাংস পেশীর দুর্বলতা, রাত ৮টা পর্যন্ত । দুর্বলতা অনুভব সকালে হাটায়, ভারবোধ, ক্ষুদ্রতম চেষ্টায়। উপশম-মুক্ত বাতাসে এবং খোড়া অনুভব সমস্ত শরীরে। কারো সাথে কথা বলার ইচ্ছা নেই, নেই কোন কাজ করার ও ইচ্ছা। যে কোন কিছুতেই উদাসীন। শুধু ঘুমের ইচ্ছা, শুইয়া পরিয়া। (ক্লার্ক)।

ফসফরাস (Phosphorus) :- ক্যানসারে রক্ত ক্ষরণ প্রবনতা। ধূষর মোমের মত চর্ম, ফোলা হাড়গুলি এবং জ্বালা অনুভূতি । (ডাঃ চূগা)।

প্লামবাম (Plumbum) :– স্থায়ীভাবে তারাতারী পায়খানার ডাক, কেবল ছোট, শক্ত, কালো বলের আকার হয়। কোষ্ঠকাঠিন্য, শূল বেদনা, অতিরিক্ত ইউরিক এসিড রক্তে, সঠিক বাত রোগগ্রস্থ, তলানী এবং বাত রোগে আক্রান্ত। এলবুমিন যুক্ত প্রস্রাব, দানাদার অধঃপতন, সাথে হৃৎপিন্ডে হাইপার টুপি, অপটিক স্নায়ু প্রদাহ এবং অন্ধত্ব, পেটের মধ্যে অমিমাংসিত গন্ডগোল ।
(ডাঃ চূগা)।

পালসেটিলা (Pulsetilla) :- টিউমার কনুই এবং হাটুর, পালসেটিলা প্রমানিত মুক্তিকারক, সাদাফোলা হাটুতে, জ্বর সহ এবং তৃঞ্চা বিহীন, ঘুমাতে পারেনা, মুখ শুকনা, ক্ষুধাহীন, বিস্বাদ, আঠালো উদরাময় এবং অপ্রতুল ঋতু। ঠান্ডাতে আরাম এবং গরমে বৃদ্ধি । (দ)

রেডিয়াম-ব্রোমাইড (Radium Bromide) :– জোন্স হেনরী ক্লার্ক এম,ডি, বলেন যে, রেডিয়াম, যেমন এক্স-রে পারে, ক্যানসার মুক্ত করতে যা নথীভূক্ত। যাহা হয় হোমিওপ্যাথিক রেডিয়াম এবং এক্স-রে উদ্ধৃত করেন ঘটনা(Homeopathic World, Agust 1923) একজন চিকিৎসক সম্পর্কে স্কুয়ামাস সেল কার্সিনোমা হয়েছিল, অবহেলা জনিত ব্যবহার করেছিলেন, রেডিয়াম টিউবের। যদি ইহা ক্যানসার এর কারণ হয়, তাহলে অবশ্যই সামর্থ আছে ক্যানসার নিরাময় করার হোমিও প্যাথিক নীতি অনুযায়ী। ফল উৎপাদক এক্স-রের জ্বালা, মলত্যাগ দুপুরে, নরম পায়খানা, কাল অথবা বিরক্তীকর দূর্গন্ধ, সেলেটের রং, মাটির রং এর পায়খানা, শীর্ষ স্থানের যন্ত্রনা, জাগরিত রাত ৪টা, সমস্ত জোরায় যন্ত্রনা, হাটুতে, পায়ের গোড়ায়, পা, হাটতে পারেনা, শূয়ে থাকে। এই লক্ষণ গুলি পাওয়া গেছে প্রুভিং এর দ্বারা। (ডাঃ চূগা)।

আরও পড়ুন – র‌্যাক্স নং- ১ (সংক্রমণ এবং প্রদাহ)

রেডিয়াম-আয়োডেটাম (Radium-Iodatum) :- সমস্ত কার্সিনোমাতে আমি যাদের চিকিৎসা করিয়াছি, যাহারা এক্স-রে গ্রহণ করেছে, আমি তাহাদের একটি রেডিও একটিভ সলট দিয়ে চেষ্টা করেছি এক্স-রে দোষের বিষণ্ণতা দূর করার ব্যবস্থা হিসেবে। সাধারণতঃ আমি ব্যবহার করেছি একটি রেডিয়াম সল্ট রেড আয়োডাইট অথবা রেড ব্রোমাইড। যদি আমি পারি বের করতে যে কোন নিদর্শন আইওডিনের জন্য আমি তৈরী করি রেড আয়োডাইড এবং রেড ব্রোমাইড । (ডাঃ বড়, ল্যান্ড)।

রাক্স টক্স (Rhus tox) :- তীব্র লক্ষণ এবং শারীরিক দুঃখ কষ্ট, উত্তেজিত হয়, যখন শরীর অথবা অঙ্গ বিশ্রামে থাকে এবং রাখে যতদুর সম্ভব নড়াচড়া বিহীন। অস্থিরতা এবং দুর্বল স্নায়ু বিশিষ্ট, অত্যাধিক উত্তেজিত, রাত্রে বৃদ্ধি এবং প্রকাশিত হয় ঠান্ডা স্যাত স্যাতে বাতাসে, জোড়াতে দুর্বলতা এবং মেরুদন্ডে, ঠান্ডা অসহিষ্ণু গরমে উপশম। এলোপ্যাথিক রেডিয়াম চিকিৎসার মন্দফলের বিষয়। ইহা তাহাছাড়া রেড-ব্রোমাইডের পরে দেওয়া ভাল এবং বাদ দেয় অগ্রীতিকর বৃদ্ধি । (ডাঃ চূগা)।

হ্রাসভেনেটা (Rhus-Veneta) :- হ্রাসটক্সের সদৃশ্য কিন্তু অতিরিক্ত সক্রিয়। (ডাঃ চূগা)।
:-
স্যালিসাইলিক এসিডাম (Salicylic – Acidum) প্রস্রাবে অতিরিক্ত পরিমাণ সল্ট অব লাইম; রোগী যাহারা গ্রহণ করে অতিরিক্ত এসপিরিন। পায়ের ঘর্ম বন্ধ হইয়া রোগের উৎপত্তি । (ডাঃ চূগা)

স্যানিকিউলা (Sanicula) :- সহ্য করতে পারেনা সাধারণ কর্কশ শব্দ ঠান্ডা চট্চটে হাত, পা এবং অন্য অংশ। মাছের মস্তি স্কের গন্ধ নির্গত। কোষ্ঠবদ্ধতা, অত্যন্ত শক্ত কোথ বা শূল পায়াখানা বার করার জন্য। জিহ্বায় জ্বালা সেই কারনে ঠান্ডার জন্য বের করে রাখে। উত্তেজক সামন্য শব্দে অথবা ফলে মেজাজ বিগরানো হয়। রোগে এর যে কোন একটি বা অধিক নিদর্শন থাকে, একটি রোগীতে একটি লক্ষণ পেলেই এই আরগ্যকারী প্রয়োজন। (ডাঃ চূগা) ।

স্ক্রফলারিয়া-এম (Scrophularia-M) :- অত্যন্ত মূল্যবান আরোগ্যকারী ক্যানসারের শেষ অবস্থায়, যখন সেখানে ক্ষুদ্র মাংস বৃদ্ধি (Lumps) ঘাড়ে এবং এক্সিলাতে । (ডাঃ চূগা)।

সিপিয়া (Sepia) :- এটি ঠান্ডার আরোগ্যকারী “ঠান্ডা খুব সহজে’ বাস্তব অথবা কল্পনায় অসৎ কিছু সন্ধ্যায় আগত। শরীরের মধ্যে একটি বল এর অনুভূতি। অবিরাম যন্ত্রনার অনুভূতি পাকস্থলীর মধ্যে। জরায়ুর মধ্যে দুঃসহ যন্ত্রনা ইত্যাদি এগুলি সিপিয়ার নিদর্শন, তাতে রোগটি যাহাই হউক । (ডাঃ চূগা)

সাইলিসিয়া (Silicea) :- লিউপাস এবং সার্কোমা পুরু, হলদে এবং বিরক্তীকর গন্ধ নির্গত। আরোগ্যকারী পুনঃ পুনঃ ক্যানসারে
যন্ত্রনা কমায়। (দে)।

এটি দমন করে শক্ত টিউমার। এটি নিরাময় করে পুনরাবর্তক ফাইব্রয়েড এবং পুরাতন শক্ত টিউমার। সেফালোটোমা নিউনেট্রাম এনকোনড্রোসিস ইহা সরাইয়া দেয় রক্ত টিউমার। (কেন্ট)।

লিউপাস এবং সার্কোমা যাতে পুরু, হলদে এবং বিরক্তিকর দূর্গন্ধ নির্গত। পাথরের কুচি চায়, নৈতিক অথবা শারীরিক অনুভূতি সম্পন্ন। বিশেষত উপযোগী এতে-
রিকেটশিয়াল শিশু; যে শিশু হাড়ের রোগে আক্রান্ত।
স্ক্রু ফুলা শিশু-পিতামাতার কাছ থেকে যে সোরা, সিফিলিস দোষ প্রাপ্ত, যে দাঁত উঠার সময় রোগাক্রান্ত । (ডাঃ চূগা)।

স্ট্যাফিসেগ্রিয়া (Staphysagria) :- ব্রন এবং এনসিস্ট টিউমার ফেটে যায় ২০০ শক্তির স্ট্যাফিসেগ্রিয়াতে। আরও উপশম করে ক্যানসারের যন্ত্রনা । (ক্লার্ক)।

উপযোগী ফল উৎপাদক “ঘাতে যা তৈরী হয় পরিষ্কার কাটার যন্ত্রদিয়ে” যেমন অপারেশন ইত্যাদি। রোগ হওয়ার কারণ ঘৃণা মিশ্রিত ক্রোধ দমন অথবা সর্বক্ষণ যৌন বিষয়ে চিন্তা করা বা বাস করা । (ডাঃ চূগা)।

ষ্টিলিনজিয়া-এস (Stilingia-S) :- অধ্যাপক রর্বাট এস নিউটন, নিউইয়র্ক শহরের একজন মহান ক্যানসার বিশেষজ্ঞ তাহার বয়সে নিরাময় করেছেন বহু সিফিলিস এবং ক্যানসার ইহা ব্যবহার করে । (ডাঃ চুগা)।

ষ্ট্যামোনিয়াম (Stamonium) :- উন্মুক্ত ক্ষতের কিনার শক্ত, উঁচু এবং অপারেশনের পর সবুজ বমি, মল-মূত্র ইত্যাদি ত্যাগ বন্ধ, পশুর মত চাহনি, অন্ধকারে অত্যান্ত বিরুপ ভাব । (ডাঃ চূগা)।

আরও পড়ুন – ক্যান্সার রোগীর খাদ্য

সিফিলিনাম (Syphilinum) :- এই ঔষধটি ক্যানসার চিকিৎসায় দরকারী । নিদর্শন যার জন্য এটি ব্যবহারযোগ্য তা এরূপ :-
-বৃদ্ধি সূর্যাস্ত হইতে সূর্যোদয়
-ছাইয়া রং ক্ষতের মূলে ।
-ফোরা হতে দূর্গন্ধকর স্রাব ।
-বার বার ফোড়া হয় ।
(ডাঃ চূর্গা)

ট্যাবেকাম (Tabacum) :- ইহা প্রয়োজনীয় ধূমপানে অভ্যস্থ রোগীর টোবাকোর দোষ বিষয় করার জন্য, ক্যানসার নিরাময় করার পূর্বে। এটি আরোগ্যকারী এই বিষয়ে । (ডাঃ চূগা)।

ট্যারাক্সাকাম (Taraxacum) :- চেলিন, ট্যারাক্সাকাম রুটের গঠন সংস্থান যাহা দেওয়া হলে ক্যানসার চিকিৎসার উৎসাহ যোগায় ।
(ডাঃ চূগা)।

থুজা (Thuja):- থুজা অদ্বিতীয় বিশেষ উপযোগী ক্যানসার পীড়ার, ক্যানসারে ক্ষতে। জ্বালা এবং চারিদিকে ভর্তি থাকে কালো রং এর টিস্যুতে। ইহা অনারোগ্য ক্ষেত্রেও উপশম দেয় এবং সরাইয়া দেয় স্পষ্টরূপে ক্যানসারের অবস্থা এক বৎসরের জন্য। যদিও ইহা পশ্চাতে ফিরে আসে এবং মারা যায়। এই ঔষধটি যন্ত্রনা উপশমকারী যাহা ক্যানসারে ঘটে। অবশ্যই আমরা চাইনা শিক্ষা দিতে না করতে আমরা ইচ্ছা করি সিদ্ধান্ত নিতে- যে রোগিটি ক্যানসারের অগ্রগামী, যেমন- স্কিরাস ক্যানসার স্বাস্থ্য ধরে রাখতে পারে এবং ক্যানসার সড়াতে পারে। আমরা রোগিকে আরাম দিতে চাই এবং স্থিতির আদেশ কম পক্ষে ক্ষণ স্থায়ী, সুতরাং সেখানে স্বাধীনতাও থাকবে দুঃখ কষ্ট হইতে এই দুষ্ট পীড়াতে । (কেন্ট) ।

থাইরোডিনাম (Thyroidnum) :- মিক্সোডিমা, একটি অবস্থা স্ফীতি এবং স্থুলতা, বাদামী রং এর ফোলা, ইহাই এটির সঠিক নির্দেশিত চিহ্ন। (ডাঃ চূগা)।

ভাইবার নাম- ও (Viburnum-O) :- তীব্র পৃষ্ঠ বেদনা সামনে দিকে যায় অথবা পেটের এবং জরায়ুর চারিপাশ দিয়ে খেচুনিযুক্ত ঋতু বন্ধ হয়। (ডাঃ চূগা)।

ভেরাট্রোম-ভি (Veratrum-V) :- ইহাই হয় ইহার নিদর্শন যখন নাড়ী শক্ত হয় এবং উদ্বেগ পূর্ন। টিংচার দিবে যতক্ষণ পর্যন্ত নাড়ী নরম এবং নিয়মিত না অনুভব করবে। (ডাঃ চূগা)।

আরও পড়ুন – ম্যাগনেশিয়া ফসফোরিকাম

এক্স-রে (X-ray) :- যখন সাইকোটিক অথবা সিফিলিটিক মায়াজম সোরিক অথবা টিউবারকুলার এর একসঙ্গে গভীরভাবে প্রবনতা, যখন সামান্য লক্ষণ বর্তমান ইহা হয় সর্বদা অসম্ভব, কখনও হঠাৎ প্রভুত্বকারী প্রবনতা শাহার ফলস্বর প্রধান নির্বাচিত সোরার প্রতিবিষ ক্যালকেরিয়া, মেডোরিনাম, সোরিনাম, সিপিযা, সালফার, সিফিলিনাম অথবা টিউবারকুলি যখন অপারগ উপশম অথবা জাগরিত করতে অতিরিক্ত জীবনিী শক্তি প্রচুর উন্নত অথবা বিষ ক্রিয়া উপর প্রভূত্ব করতে পারে না। তখন এক্স-রে সুন্দর আরগ্যকারী হিসেবে কাজ করে।

জিঙ্কাম (Xincum) :- স্কিরাস ক্যানসার শরীরের যে কোন অংশে সিসার বর্ণের মুখমণ্ডল সহ। ডান গালের ক্ষিরাস, ঠোঁটের। মুখের কোন ফাটা হলদে রং এর নালীঘা সহ। মস্তিষ্কের অবসন্নতা স্নায়ুর অত্যন্ত ক্লান্তি সহ । (লিপিয়ে স্থাপ)।

ক্লান্তি, অবসন্নতা অনুভব করে পায়ে এবং নিম্নের অঙ্গের। যখন উদ্ভেদ দমন ইত্যাদি হয় কারণ তখনই জিঙ্কাম মেট ডাকবে। (ডা: চুগা)।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev