মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন

সাইপ্রিপেডিয়াম-Cypripeeium

আরোগ্য হোমিও হল / ১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন
সাইক্লোমেন-Cyclamen
হোমিও বই

সাইপ্রিপেডিয়াম (Cypripeeium)

চলতি নাম – ইয়োলো লেডিজ স্লিপার (Yellow Lady;s Slipper)

ডা: ইউলিয়াম বরিক।

রাস টক্স বিষাক্ততায় যেরুপ চর্মলক্ষণ উৎপন্ন হয়, তাহাতে ঔষধটি উপযোগী। রাস টক্স বিষাক্ততার পক্ষেও একটি বিষাক্ত ঔষধ বটে। দন্তোদ্গমকালে এবং পাকাশায়িক গোলযোগ হইতে শিশুদের স্নায়বিকতা। গ্রন্থিবাতের পরবতী দুর্বলতা। দীর্ঘকাল ধলিয়া দুর্বলকর উদরাময়ের ফলে মস্তিস্কে জলসঞ্চয়, নিদ্রাহীনতা। অতিশয় উত্তেজক ঔষধ প্রয়োগের ফলে শিশুদের মস্কিস্কের সংবেদনাধিক।

আরও পড়ুন – চর্ম (Skin)

মস্তক : শিশু রাত্রিতে কাঁদিয়া উঠে, তারপর জাগিয়া থাকে এবং হাসিতে ও খেলিতে আরম্ভ করে। বয়স্ক ব্যক্তির এবং বামগণের ঋতুলোপকালীন শিরঃপীড়া।

সম্বন্ধ : তুলনীয় – এম্ব্রা, ক্যালি ব্রোম, স্কুটেলার, ভ্যালোরিয়ান, উগ্নেশিয়া।

চর্মরোগে – গ্রিণ্ডেলিযা, এনাকাডি।

মাত্রা : মুল অরিষ্ট এবং ঐ ঔষধেই ব্যাহিকভাবে ব্যবহার্য্য।

বায়ো কম্বিনেশন ২৫

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev