বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

সফূফ মোইয়া –SUFOOF MOYA আন্ত্রিক দুর্বলতাজনিত ডায়রিয়া প্রতিরোধে কার্যকর

আরোগ্য হোমিও হল / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
সফূফ মোইয়া –SUFOOF MOYA
সফূফ মোইয়া –SUFOOF MOYA

সফূফ মোইয়া –SUFOOF MOYA আন্ত্রিক দুর্বলতাজনিত ডায়রিয়া প্রতিরোধে কার্যকর

ক্যাটাগরি : ডায়রিয়া ও আমাশয় উপশমকারক, হামদর্দ ঔষধ।

ঔষধের বিবরণ দেখুন

প্রস্তত প্রণালী :  সফূফ মোইয়া (SUFOOF MOYA ) ঔষধটি মৌরি, পোস্তের ঢেঁড়ি  এবং জঙ্গী হরীতকীর সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে।

সফূফ মোইয়া (SUFOOF MOYA )

ঔষধের ব্যবহার : আন্ত্রিক দুর্বলতাজনিত ডায়রিয়া প্রতিরোধে কার্যকর।

নির্দেশনা : আন্ত্রিক দুর্বলতা জনিত ডায়রিয়া ও আমাশয়।

বায়ো কম্বিনেশন ২৫

,ঔষধের বর্ণনা : সফূফ মোইয়া (SUFOOF MOYA) ঔষধটি অন্ত্রের দুর্বলতাজনিত ডায়রিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। এতে ব্যবহৃত পোস্তের ঢেঁড়ি সংকোচক, ডায়রিয়া  এবং আমাশয় প্রতিরোধক হিসেবে কাজ করে। মৌরি হজমের দুর্বলতা, পেট ফাঁপা, পেট ব্যথা ও পাকস্থলীর দুর্বলতা দূর করে। হরীতকী ডায়রিয়া ও হজমের দুর্বলতা দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ১ (রক্তশূন্যতা)

উপাদান: প্রতি ৫ গ্রামে আছে :

(1) Foeniculum vulgare (মৌরি) ১.২৫ গ্রাম।

(2) Papaver somniferum (পোস্তের ঢেঁড়ি) ১.২৫ গ্রাম।

(3) Terminalia chebula (জঙ্গী হরীতকী) ১.২৫ গ্রাম।

আরও পড়ুন –  বায়ো কম্বিনেশন ২১ (দাঁত উঠতে বিলম্বিত ও ডায়রিয়া)

ঔষধ সেবনবিধি : প্রাপ্ত বয়স্করা : ১-১.৫ চা চামচ দৈনিক ১ থেকে ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।

অপ্রাপ্ত বয়স্করা : ১/২ চা চামচ দৈনিক ১ থেকে ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন।

পার্শ্ব প্রতিক্রিয়া: নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন –  কেন্ট ১৬ (পুরুষ যৌন দুর্বলতায় কার্যকর)

বিশেষ সতর্কতা: শিশুদের থেকে রাখুন।

ঔষধ সংরক্ষণ: আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।

পরিবেশনা: প্লাস্টিক কন্টেইনারে ৫০ গ্রাম ঔষধ।

2454

আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইককমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev