সফূফ আমলা–Sufoof Amla প্রোস্টেট গ্রন্থির সুরক্ষায় কার্যকর
ক্যাটাগরি : প্রস্টেট গ্রন্থির অতিবৃদ্ধি, মূত্রতন্ত্র ও কিডনি রোগে কার্যকরী (হামদর্দ মেডিসিন)।
ঔষধের বিবরণ দেখুন
সফূফ আমলা (Sufoof Amla)
ব্যবহার : প্রোস্টেট গ্রন্থির সুরক্ষায় কার্যকরী।
কর্যকারিতা : প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবকালীন ব্যথা ও জ্বালা-পোড়া ইত্যাদিতে কার্যকর।
প্রস্তুত প্রণালী : সফূফ আমলা শুকনো আমলকী, বংশলোচন, ধনিয়া, রুমী মস্তগী, খরমুজের খোসার লবণ ইত্যাদি প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত ইউনানী ওষুধ।
ঔষধের বণনা : সফূফ আমলা (Sufoof Amla) ঔষধটি প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রথলীর ক্ষত এবং প্রদাহ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। এতে ব্যবহৃত আমলকী দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করে ও প্রদাহ দূর করে এবং লিভার ও মূত্রতন্ত্রকে সুরক্ষা করে। বংশলোচন প্রদাহনাশক ও দেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের শক্তিবর্ধক হিসেবে কাজ করে। ধনিয়া অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক, ব্যথা নিবারক, মূত্রকারক এবং ব্যাক্টেরিয়া প্রতিরোধক হিসেবে কাজ করে। রুমী মস্তগী প্রদাহ নিবারক, মূত্রকারক, ব্যথা নিবারক হিসেবে কাজ করে।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে-
(1) Phyllanthus emblica (আমলকী) ৭০০.০০ মিগ্রা।
(2) Bambusa bambos (বংশলোচন) ৭০০.০০ মিগ্রা।
(3) Coriandrum sativum (ধনিয়া) ৭০০.০০ মিগ্রা।
(4) Ammonium Chloride (নিশাদল) ৭০০.০০ মিগ্রা।
(5) Potassium Nitrate (শোরা) ৭০০.০০ মিগ্রা।
(6) Pistacia lentiscus (রুমী মস্তগী) ৭০০.০০ মিগ্রা।
(7) Cucumis melo (খরমুজের খোসার লবণ) ৭০০.০০ মিগ্রা।
ঔষধ সেবনবিধি : ১ চা চামচ দৈনিক ১ বা ২ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ।
পার্শ্ব প্রতিক্রিয়া : নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই।
বিশেষ সতর্কতা : শিশুদের নাগালের বাইরে রাখুন।
ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
পরিবেশনা : প্লাস্টিক কন্টেইনারে রয়েছে ২৫ গ্রাম ঔষধ।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।