ষ্টিলিজিয়া ( Stillingia)
চলতি নাম – কুইন্স করুট (Qucin’s Root)
ডা: ইউলিয়াম বরিক
অস্থি আবারকের পরাতন বাত, সিফিলিস ও গণ্ডমালা থাদুজনিত পীড়া। শ্বাসযন্ত্র সংক্রান্ত লক্ষণগুলি সুস্পষ্ট। লসিা গ্রন্থিসমুহের ক্রিয়াহীনতা, যকৃতের ক্রিয়াহীনতা, তৎসহ কামলারোগ ও কোষ্ঠকাঠিন্য।
মন : বিষন্ন, অমঙ্গেলের আশঙ্কা, বিমর্ষ।
শ্বাসযন্ত্র : শুস্ক আক্ষেপিক কাশি। স্বরযন্ত্র সঙ্কুচিত, তৎসহ গলকোষে হুলবিদ্ধবৎ বেদনা। চাপ দিলে শ্বাসনলীতে বেদনা। বক্তদিগের স্বরভঙ্গ ও স্বরযন্ত্র সংক্রান্ত পুরাতন পীড়া।
মুত্রযন্ত্র : বর্ণহীন মুত্র। মুত্রে সাদা তলানি। মুত্র দুঃখের বত এবং মন।
হস্ত-পাদাদি : হস্ত-পাদাদির অস্তি ও পৃষ্টে কামড়ানি ব্যথা।
চর্ম : ক্ষত। হাতে ও আঙ্গুলে পুরাতন উদ্ভেদ। গ্রীবা-গ্রন্থিসমুহ স্ফীতি। পায়ে জ্বালা ও চুলকানি, বাতাস লাগিয়ে বৃদ্ধি। অস্থি-বৃদ্ধি। গণ্ডমালাজ চর্ম রোগ। উপদংশজ গৌন পীড়কা এবং পরবতী উপদ্রসমুহ। মধ্যবতী ঔষধ রুপে উপযোগী।
উপচয় : প্রাতে এবংশুস্ক বাতাসে।
সম্বন্ধ : তুলনীয়- ষ্ট্যাফিস, মার্ক, সিফিল, অমর, করিডেলিস (উপদষশজ গুটিকা)।
মাত্রা : মুল অরিষ্ট ও ১ম শক্তি।
আরোগ্য হোমিও হল এডমিন : আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হবো অন্য দিন। এই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যগুলো কেবল স্বাস্থ্য সেবা সম্বন্ধে জ্ঞান আহরণের জন্য। অনুগ্রহ করে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনে আপনার শারীরিক বা মানসিক ক্ষতি হতে পারে। প্রয়োজনে, আমাদের সহযোগিতা নিন। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। সবাই সুস্থ্য, সুন্দর ও ভালো থাকুন। নিজের প্রতি যত্নবান হউন এবং সাবধানে থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।