শিশুদের হেক্কা বা হেঁচকি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
হেক্কা বা হেঁচকি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা না হলেও এটি খুব বিরক্তিকর। শিশুর সাধানণত ১০ মিনিট পর পর হিক্কা বা হেঁচকি হতে থাকলে চিকিৎসকের কাছে নিয়ে যান। এটি সাধারণত বদহজম অথবা কখনও কখনও ঠাণ্ডা লাগাহেতু শিশুর হিক্কা সমস্যা করণে হয়ে থাকে। খুব দ্রুত কিছু খেলে বা পান করল, খালি পেটে হাসলে বা ক্লান্ত হলে ইত্যাদি কারণে হেক্কা হতে পারে।
ছোট্ট শিশুর জন্য নাক্স ভমিকা ৩০ শক্তি বা কয়েক ফোঁটা মিলরি-ভিজান জল খাওয়াইলে হিক্কা প্রশমিত হয়। শিশুর দেহ গরম কাপড়ে ঢাকিয়া রাখা কর্ত্তব্য।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।