হারিস বাহির হওয়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
আদি থেকেই এ রোগটি চিকিৎসকদের কাছে পরিচিত। রোগীর পায়ুপথ মলদ্বারের বাইরে বেরিয়ে আসে। বিশেষ করে পায়খানা করার সময় বাইরে ঝুলে পড়ে মলদ্বার। রোগী হাত দিয়ে মলদ্বারকে ভেতরে ঢুকিয়ে দেয়। এ রোগটি শিশু ও বৃদ্ধ সব বয়সের মানুষের হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের বেশি যায়। শিশুদের ডায়রিয়ার পর দেখা দিতে পারে।
গুহ্য ও সরলান্ত্রের নির্গমন (বা হারিস বাহির হওয়া)। অ্যালোজ 3x শক্তি সরলান্ত্র নির্গমনের একপ্রকার অর্ব্যার্থ ঔষধ। গুহ্যদার নির্গমেনের পক্ষে পডোফাইলাম 12 উপযোগী। কিন্ত বালাস্থি বিকৃতি সহ এই রোগে ফফফরাস 3x -6 শক্তি ফলপ্রদ। মুত্রত্যাগকালে হারিস বাহির হইলে- অ্যাডিস মিয়ুর 6 উপযোগী।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।