সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

শিশুর সর্দি গর্ম্মি

আরোগ্য হোমিও হল / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬:১৫ পূর্বাহ্ন
শিশুর বুক সাঁই সাঁই করা

সর্দ্দি গর্ম্মি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর সমস্ত শরীরে (বিশেষত: মাথায়) রৌদ্র রাগা, গ্রীস্মকালে অধিক্ষণ ঘামাদিতে ভ্রমণ প্রভতি কারণে সর্দি-গর্ম্মি হইতে পারে। প্রথমে তাপবোধ ও পিপাসা, পরে শীতবোধ, গাত্র-ত্বক শুস্ক, মাথায় যন্ত্রণা, চক্ষু লাল বমনেচ্ছা বা বমন, বারবার প্রস্রাব এবং শরীরের তাপ ক্রমশ: (বা হঠাৎ) হ্রাস হইয়া মুর্জ্জাবেশ হইতে পারে। কখনও কখনও এ অস্থায় রোগীর মৃত্যু ঘটে।

হঠাৎ অজ্ঞান হইয়া পড়া, সমস্ত শরীর, বিশেষত: মাথা ও মুখ গসম ও লাল হওয়া, নাড়ী অতি দ্রুত, দম আটকান ভাব, ভেদ বমন প্রাকৃতিক লক্ষণে- গ্লোনায়ন 3 শক্তি (৫ মিনিট অন্তর সেব্য। কার্ব্বো ভেজ প্রভৃতি ঔষধ সময় সময় প্রয়োজন হতে পারে।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev