শিশুর সর্দি -কাশি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর সর্দি -কাশি : ঠান্ডা লাগা প্রভৃতি কারণে নাক দিয়া সর্দি ঝরে কখনও বা কাসি ও জ্বর সহ নাক বন্ধ হইয়া যায়, শিশু হাঁপাইয়া উঠে, মাই টানিতে অক্ষম হয়। বুকে সর্দি বসার আসঙ্কা থাকে। ঠান্ডা লাগা হেতু শিশুর সর্দি কাশ বা তৎসহ জ্বর হইলে – অ্যাকোনাইট 3x শক্তি শিশুকে ঘন ঘন সেবন করাইলে উপকার হবে।
শুস্ক-কাসি, বুকে ব্যথা, হলদে গয়ার নি:সরণ লক্ষণে – ব্রায়োনিয়া 3 শক্তি। অত্যাধিক দৌর্বল্য, বমি ও শ্লোম্মযুক্ত ঘড়ঘড়ে কাশি লক্ষণে- অ্যান্টিম টার্ট 6 শক্তি। আক্ষেপযুক্ত কাসি ও তৎসহ প্রচুর শ্লোম্মা নি:সরণ, বমন বা গা-বমি-বমি ইত্যাদি থাকিলে – ইপিকাক 6 শক্তি, সর্দি ঝরিতে থাকিলে – পালসসেটিলা 6 শক্তি। নাক বন্ধ হইয়া মায়ের দুগ্ধ না টানিতে পারিলে- নাক্স ভমিকা 6 শক্তি, নাক্স ভমিকা ব্যার্থ হইলে – শ্যাম্বিউকাস 1x-3x শক্তি প্রয়োগে উপকার হয়। ঠান্ডা লাগিয়া সর্দি কিছুতেই না সারিলে- মার্কিউরয়াস 6 শক্তি। সর্দ্দি ঝড়িয়া নাক ও ঠোঁট ঘা হইলে – আর্সেনিক 6 শক্তি। উপকার হবে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।