বিসর্প বা নারাঙ্গা
গ্রন্থি-প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
এম ভট্রাচার্য্য
বিসর্প বা নারাঙ্গা : (Erysipilas) ইহা একটি বীজাণু ঘটিত ব্যাধি। শিশুর গাত্র-ত্বকের কোন অংশ প্রথমে সামান্য লালবর্ন হয়, পরে ইহা চুতুর্দিকে বিস্তৃত হইতে থাকে এবং তৎসঙ্গে জ্বর হয়, প্রদাহিত স্থান ফুলিয়া উঠে ও ক্ষত হইয়া রস নি:স্তৃত হয়। ইহা একটি কঠিন রোগ। বেলেডোনা ৩x শক্তি, এপিস ৩ শক্তি, রাস টক্স ৬ শক্তি প্রভৃতি ইহার উৎকৃষ্ট ঔষধ।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।