বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

শিশু শয্যায় মুত্রত্যাগ করে

আরোগ্য হোমিও হল / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৮:১১ পূর্বাহ্ন

শিশুর শয্যায় মুত্রত্যাগ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচার্য্য

শিশুর শয্যায় মুত্রত্যাগ বা শেষে মোতা : স্নায়বিক ইত্তেজনা, ক্রিমি দোষ প্রভৃতি কারণে মুত্রাশয়ের সংরক্ষণ শক্তি হ্রাস পাইলে কিছু অধিক বয়সেও শিশু নিদ্রিতাবস্থায় অসাড়ে শয্যায় প্রস্রাব করে।

ক্রিমিজনিত হইলে – সিনা 2x-2০০ শক্তি (বিশেষত: প্রস্রাব খানিকক্ষণ ধরিয়া রখিলে যদি দুগ্ধবৎ দেখায়)। ঘোর নিদ্রাকালে প্রস্রাব হইলে – বেলেডোনা 6 শক্তি। দিবসে বা রত্রিতে মুত্রধারণে অক্ষমতা বা মুত্রত্যাগকালে স্বপ্নদর্শন লক্ষণে – ইকুইসিটাম Q- 6 শক্তি। দিনে বা রাত্রে মুত্রধারণে অক্ষম হইলে – জেলসিমিয়াম  3x শক্তি। প্রস্রাবে বেশী দুগন্ধ হইলে – বেঞ্জয়িক অ্যাসিড 3x বা নাইট্রিক অ্যাসিড 3০ শক্তি। মুত্রে ইউরিক অ্যাসিড থাকিলে – লাইকোপডিয়াম 6 শক্তি, কাল্কেরিয়া কার্ব্ব 6 শক্তি। যকৃত শক্ত হইতে থাকিলে – মার্ক আয়োড 3 বা ক্যাল্কেরিয়া 6 শক্তি। ন্যাবায় –মার্ক 6 শক্তি। মুখে ঘা হইলে – নাইট্রিক অ্যাসিড 6 শক্তি। কষ্টকর কাসিতে-ফস্ফোরাস 6 শক্তি। শিশু নিত্যান্ত শীর্ণ হইতে থাকিলে- আর্জ্জে নাই 6 শক্তি। শোথ হইলে আর্সেনিক 6 শক্তি ও এপিস 3 শক্তি প্রযোজ্য। সালফার 3০ শিক্ত, নাক্স ভমিকা 6 শক্তি, ব্রাইয়োনিয়া 6 প্রভৃতি সময় সময় অবশ্যক হয়। পূর্ণিমা ও আমবশ্য তিথিতে রোগের বৃদ্ধি হইলে – সাইলিসিয়া ৬ বা ২০০ শক্তি প্রযোজ্য।

 

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev