বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

শিশুর রক্ত-বম বা রক্ত-পিত্ত

আরোগ্য হোমিও হল / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৬:১৫ অপরাহ্ন

রক্ত-বম বা রক্ত-পিত্ত
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা :এম ভট্রাচার্য্য

শিশু ভুমিষ্ঠ হইবার কিছু পরে কোন কোনও শিশুর রক্ত-বম হয়। এতদ্ব্যতীত শিশুর নাকে-মুখে ঘা বা মাতৃস্তনে কোনও প্রকার ঘা থাকিলে উক্ত রক্ত উদরস্থ হইয়া কখনও কখনও রক্ত-বমন হইতে পারে। অপিচ পুন: পুন: সজোরে বমন হইলে শরীর “গরম” হইয়া রক্ত-বমন হয়।

উজ্জল লালবর্ণ রক্ত বমনে – সিলিফোলিয়াম 1x, বমনেচ্ছা বা বমন সহ উজ্জল লালবর্ণ রক্ত উঠা ও অল্পকাল স্থায়ী ঘন ঘন কাশি লক্ষণে – ইপিকাক 3x, ক্রমাগত রক্ত বমনে-মার্ক-কর 6 শক্তি, আঘাতজনিত রক্ত-বমনে- আর্ণিকা 3x, থুথুসহ রক্ত নি:সরণ এবং তৎসহ হদকম্প ও মূচ্ছ লক্ষণে – ফেরাম 3x ইত্যাদি ঔষধদেও প্রয়োজন হতে পারে।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev