বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

শিশুর মেরুদণ্ডে পক্ষাঘাত

আরোগ্য হোমিও হল / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ৭:২৩ পূর্বাহ্ন

শিশুর মেরুদণ্ডে পক্ষাঘাত
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা :এম ভট্রাচার্য্য 

মেরুদণ্ডে পক্ষাঘাত (Infantili Spinal Paralysis) : আক্রন্ত স্থনের পেশীচয়ের শীর্ণতা ঘটিলে শিশুর “মেরুদণ্ডে পক্ষাঘাত”র আক্রমণ সম্ভদ্ধে অনুমান করা সঙ্গত। বীজাূণ অপেক্ষা অতি ক্ষুদ্রতর অনুবীক্ষণাতীত এক জীব (Filtrable virus) এই রোগের মুখ্য কারণ। এই বীজ অতি সুক্ষন্ম শ্লেম্মাকণার সহিত বাযুমধ্যে সঞ্চারণ করে নাসারহ্ম্র দ্বারা শরীরে প্রবেশ করে, ঠাণ্ডা লাগা বা সহস্য ঘর্ম্ম নিরোধ প্রভৃতি ইহার গৌণ কারণ। সচবাচর গ্রীস্মকালে এক বৎসর হইতে চারি বৎসর বয়স্ক শিশুগণ সহসা জ্বরসহ এই রোগে আক্রান্ত হইয়া থাকে এবং দেখিতে দেখিতে পক্ষাঘাতাক্রান্ত অঙ্গটুকু দ্রুত অস্বভাবিক ভাবে শীর্ণ হইয়া পড়ে।

জ্বর, অস্থিরতা, স্নায়ুবেদনা প্রভৃতি লক্ষণে – অ্যাকোনাইট 3x (পীড়ার সুচনা হইতে কিছুকাল যাবৎ ইহা ব্যবহার করা বিধেয়), কিন্ত পক্ষঘাতের লক্ষণ প্রকাশ পাইবামাত্রই অ্যাকোনাইট বন্ধ করিয়া জেলসিনিয়াম 1x প্রয়োগ করা সঙ্গত (জ্বরসহ ঔদাসীন্য জেলসিনিয়াম উপযোগী। প্রবল জ্বর, মুখমণ্ডলে রক্তসঞ্চয়, শুস্ক ত্বক প্রভৃতি লক্ষণে – বেলেডোনা 3 শক্তি প্রযোজ্য। মোটা থলথলে বা শীর্ণ শিশুদিগকের পক্ষে ক্যাল্কেরিয়া কার্ব্ব 6 উপকারী। উষ্ণ জণে স্নান এবং রোগক্রামণের ছয় সপ্তাহ পরে তাড়িত প্রয়োগ ও গাত্রমর্দ্দন (অন্তত: এক বৎসর যাবৎ) হিতকর।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev