বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

শিশুর মাথায় খুস্কি

আরোগ্য হোমিও হল / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ন

শিশুর মাথায় খুস্কি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা :এম ভট্রাচার্য্য

শিশুর মাথায় খুস্কি : মাথা অপরিস্কার রাখা হেতু বা ধাতুগত কারণে মস্তকের চর্ম্মের উপর মলিন হলর্দে বা রাঙ্গা মরামাসের মত ফুস্কড়ি হইলে তাহাকে “খুস্কি” বলে।

শিশুদের নরম কোমল মাথার খুলিতে খুশকি দেখতে পাওয়া যায়। কিন্তু শিশুদের মাথায় এটি একবার না একবার হয়েই থাকে। এটি ত্বকের কোষগুলিকে শুকিয়ে ফেলে একটি শুষ্ক, আলখাল্লী এবং চুলকানি মাথার খুলির ওপর ছেড়ায়া যায়।
* শিশু মাথায় শ্যাম্পু করার আগে, মাথা থেকে খুশকিকে সরিয়ে ফেলার জন্য শিশুর চুল ব্রাশ করুন।

* শিশুর মাথায় যদি হালকা খুশকি থাকে, তা হলে প্রতিদিন আপনার বাচ্চার চুল ধুয়ে বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এতে বেশিভাগ খুশকি চলে যাওয়ার সম্ভবনা থাকে।

* বাচ্চার চুলে যে ভাবে শ্যাম্পু করেন এবং মাথার উপরের দিকে ধীরে ধীরে ম্যাসেজ করুন যতক্ষণ না শ্যামবর্ণ রং দেখতে পাওয়া যায়। তারপর গরম জল দিয়ে ভালভাবে ধুয়ে নিন।
*মাথার খুসকির জন্য তৈল খুশকির জন্য দায়, শিশুকে মাথার তেল থেকে মুক্ত রাখুন শ্যাম্পুসেটাই মাখন।

*শিশুর চুল ধোয়ার পরে, শুকনো তোয়েলে দিয়ে আস্তে আস্তে শুকিয়ে দিন। প্রতিদিন একটি তোয়ালে ব্যবহারের পরিবর্তে নতুন তোয়ালে ব্যবহার করুন।

* শিশুর যদি গুরুতর খুশকি হয়ে থাকে, তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে

সালফার ৩০ সপ্তাহে দুইবার সেবনে ইহাতে উপকার হবে। রাত্রিতে মাথায় জলপাই-তৈল মাথা ও প্রাত:কালে জলে সোডা গুলিয়া ধুইয়া ফেলা উপকারী। মাঝে মাঝে মাথায় বেসম ঘষিয়া নির্ম্মল জলে ধৌত করিলে বা স্নান করাইলেও উপকার পাইবেন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev