বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

শিশুর মস্তকে উৎকুণ

আরোগ্য হোমিও হল / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৫:৪৭ পূর্বাহ্ন

শিশুর মস্তকে উৎকুণ
গ্রন্থি-প্রদাহ
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া

ডা: এম ভট্রাচায্য

শিশুর মাথায় উৎকুণাদি হইলে কেশগুলি প্রত্যহ ধুইয়া শ্যাবাডিলা Q (একভাগ, বিশগুণ জলসহ) ধাবন দ্বারা ধৌত করাইলে উপকার হইবে। কোন কোন ক্ষেত্রে স্নান-ধাবনাদি এবং পরিস্কার-পরিচ্ছন্নতা সত্বেও কোন মতেই উৎকুণ মুক্ত করা হয় না এইরু স্থলে Don Villar বলেন, ষ্ট্যাফাইসাগ্রিয়া 3০ শক্তি সেবন করিলে অল্প সময়ের মধ্যেই অতি আশ্চর্য্য ফল পাওয়া যায়। চাঁচিয়া চুর ফেলিয়া দিলেও উপকার হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev