শিশুর ব্রাঙ্কাইটিস
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচায্য
শিশুর ব্রাঙ্কাইটিস : বর্ষার মেঘ শেষে একটু একটু ঠন্ডা পড়তে শুরু করেছে। আর এই আবহাওয়া রিবর্তনের সময় শিশুরা একটু অসতর্ক হলেই সর্দি, কাশি শুরু হয়। এর ফলে হতে পারে ফুসফুসের সমস্যা বা ব্রঙ্কাইটিস। বিশেষ করে গায়ে ঘাম শুকিয়ে যাদের সর্দি-কাশির প্রবণতা রয়েছে বা যারা হাঁপানির সমস্যায় ভোগছেন, তারা এই ঠাণ্ডা-গরমে এই ব্রঙ্কাইটিসের সমস্যা থেকে রেহাই নেই।
ব্রঙ্কাইটিস এক ধরনের সংক্রমণ। যারা এই রোগে আক্রান্ত হলে কাশি, কাশলে থকথকে কফ ওঠে। ইহার সঙ্গে নানা ধরণের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে থাকে। যাদের হাঁপানি বা অ্যালার্জির সমস্যা আছে তাদের ব্রঙ্কাইটিসের ঝুঁকি বেড়ে যায়।
ব্রাঙ্কাইটিসে বিশেষ লক্ষণ : জ্বর, কাসি, বুকে ব্যথা, গলা সাঁই সাঁই করা এই পীড়ার প্রধান লক্ষণ। যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাসনালী ও শ্লেম্মিক-ঝিল্লী আক্রান্ত হয়, তাহা হইলে উহাকে “কৈশিক-বায়ুনলী-প্রদাহ (Capollary Bronchitis) বলে। ইহা অতি কঠিন পীড়া। ফেরাম ফস 12x চুর্ণ ও ব্রাইয়োনিয়া 3 তরুণ রোগী উপকারী। পুরাতন রোগে-হিপার সালফার 6, লাইকোপডিয়াম 12 শক্তি, অ্যান্টিম টার্ট 6 ফলপ্রদ।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন লাইক – কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।