রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

শিশুর দাঁত-কপাটি

আরোগ্য হোমিও হল / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:৪২ পূর্বাহ্ন

দাঁত-কপাটি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর দাঁত-কপাটি : আঘাত, রৌদ্র, হিম বা দুষিত বাতাস লাগা, দুষিত দ্রব্য পান-ভোজন এবং রক্তস্রাব প্রভৃতি কারণে শিশুর দাঁত-কপাটি লাগে। অধিকক্ষণ এই অবস্থায় থাকা আশঙ্কাজনক। অবিরম্বে ব্যবস্থা করা দরকার।

চিকিৎসা : আঘাত জনিত দাঁত-কপাটি লাগিলে – আর্ণিকা 3x। স্নায়ু আহত হইয়া বা শরীরের কোন স্থান কাটিয়া গিয়া দাঁত-কপাটিতে –  হাইপেরিকাম 1x -2০০ শক্তি। শীতকালে ঠাণ্ডা বাতাস লাগাহেতু দাঁত-কপাটিতে – অ্যাকোনাইট 3 শক্তি, মস্কক পশ্চাদ্ভাগে হেলিয়া পড়িলে বা দেহটি একদিকে ঝঁকিয়া পড়িলে- সাইকিউটা 6 শক্তি। চোয়াল এপাশ ওপাশ পড়িতে থাকিলে – জেলসনিয়াম 1x। স্নায়বিক দৌর্ব্বল্য বা অজীর্ণতাহেতু দাঁত-কপাটি লাগিলে – নাক্স ভমিকা 3 শক্তি। রক্তস্রাবহেতু দাঁত-কপাটিতে – হামামেলিস 1x। গিলেতে না ফারিলে ঔষধের ঘ্রণ লওয়ান।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।

 


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev