রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

শিশুর দাঁত উঠা

আরোগ্য হোমিও হল / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৫:৫৫ পূর্বাহ্ন

শিশুর দাঁত উঠা
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর দাঁত উঠা : সচরাচর ছয় হইতে দশ মাস মধ্যেই শিশুর দঁত উঠিতে থাকে, প্রথমে নিন্ম-মাঢ়ীর দুইটি, পরে উপর-মাঢ়ীর দুইটি এইরুপে ক্রমে ক্রমে তিন বৎসর মধ্যে সমস্ত দুধে-দাঁত উঠে। দাঁত উঠিবার সময় জ্বর, উদরাময়, কোষ্ঠকাঠিন্য, আক্ষেপ, অনিদ্রা প্রভতি লক্ষণ দেখা যায়। ঐ সমস্ত লক্ষণে – ক্যামোমিলা 12 শক্তি উৎকৃষ্ট ঔষধ।

জ্বর থাকিলে- অ্যাকোনাইট 3 শক্তি, প্রবল উদরাময় হলে – ক্যামোমিলা 6 শক্তি। আমাশয়ে-মার্ক কর 6 শক্তি। কোষ্ঠকাঠিন্য থাকিলে – নাক্স ভমিকা 3০ শক্তি। তড়কায়- বেলেডোনা 6 শক্তি। দাঁত উঠিতে বিলম্ব হইলে – ক্যাল্কেরিয়া কার্ব্ব 3০ শক্তি। ইগ্নেসিয়া 6 শক্তি, সিনা ৩x-2০০, ইপিকাক 6 শক্তি, সালফার 6 শক্তি প্রভৃতি সময় সময় প্রয়োজন হতে পারে। মাঢ়ী ভেদ করিয়া দাঁত বাহির হইতে পরিতেছে না এইরুপ স্থলে মাঢ়ী অল্প চিরিয়া দিলেও দাঁত বাহির হইয়া যায়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev