শিশুর তোঁৎলা কথা বা তোঁৎলামি
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য
শিশুর তোঁৎলা কথা বা তোঁৎলামি : শিশুর তোঁৎলা কথা বা তোঁৎলামি (Stammering )- ষ্ট্রামো 3 শক্তি বা হায়োসামাস 3 শক্তি, কিছু কাল ব্যবহার করিলে সুফল পাওয়া যায়। মিষ্ট দ্রব্য খাওয়া পরিহার করতে হবে।, সকাল সন্ধ্যায় জিহ্বা চাঁচিয়া ধৌত করা ও কথা কহিবার সময় একটি মার্ব্বেল বা ক্ষুদ্র গোলাকার প্রস্তরখণ্ড জিহ্বায় রাখিয়া দিলে উপকার পাওয়া যায়। শিশুদের পক্ষে উহা গলায় লাগার ভয় আছে। অতএব সে বিষয়ে সাবধান থাকিতে হবে।
আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।