শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন

শিশুর ডিপথিরিয়া

আরোগ্য হোমিও হল / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশ কালঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৬:৫৫ পূর্বাহ্ন

শিশুর ডিপথিরিয়া
পারিবারিক চিকিৎসা থেকে নেওয়া
ডা: এম ভট্রাচার্য্য

শিশুর ডিপথিরিয়া : ডিপথেরিয়া পোলিও, রুবেলা, কলেরা প্রভৃতি রোগের মত ডিপথেরিয়াও ভয়ঙ্কর একটি রোগ। সঠিক সময়ে এই রোগের সঠিক চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডিপথেরিয়া পোলিও, রুবেলা, কলেরা প্রভৃতি রোগের মত ডিপথেরিয়াও ভয়ঙ্কর একটি রোগ। সঠিক সময়ে এই রোগের সঠিক চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। এটি এমন একটি মারাত্নক ভয়াবহ রোগ, যা শিশুদের মধ্যে বেশি এ রোগ দেখা যায়। যা সহজেই একজনের কাছ থেকে অন্য জনের মধ্যে সংক্রমিত হতে পারে এ রোগ। বিশেষ করে ১-১২ বছর বয়সী শিশুদের ডিপথেরিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ।

ডিপথেরিয়া হলো এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে এই রোগ হয়। ব্যাকটেরিয়া ঘটিত এই মারাত্মক রোগ গলা ও নাকের মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লিকে আক্রান্ত করে। গলার পিছন দিকটা পুরু আস্তরণ দ্বারা ঢেকে যায়,  এই রোগে হৃদপিণ্ড, কিডনি ও মস্তিষ্কের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং রোগীর মৃত্যুও হতে পারে।

ডিপথেরিয়ার লক্ষণ : ঠান্ডা লাগা, জ্বর, গলায় প্রচন্ড ব্যাথা ও কাশি থাকে, মুখ দিয়ে লালা বের হয়, শ্বাস নিতে কষ্ট হয। খাবার গিলতে সমস্যা পারে না, কথা বলার মধ্যে জড়তা থাকে। নাক বন্ধ হয়ে যায়, দুর্বলতা থকে। প্রচন্ড মাথা ব্যথা করে, নাক দিয়ে পানি অনেক রক্তপাত হয়। ত্বকে ক্ষত সৃষ্টি হয়, কালশিটে পড়ে যায়। টনসিলে ধূসর বর্ণের পর্দার জন্ম হয়। ঘাড়ের গ্রন্থি ফুলে যা। ডাক্তার না আসা পর্যন্ত – মার্কিউসিয়াস সায়েনেটাস ৬ প্রতি দুই ঘন্টা অন্তর সেবন করান।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধারণ মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন “লাইক – কমেন্ট” করে জানিয়ে দিন। যদি ভালো লাগে তবে “শেয়ার” করে আপনার বন্ধুদের জানিয়ে দিন।


এ জাতীয় আরো খবর.......
Design & Developed BY FlameDev